মোহাম্মদ আলমগীরকে এপিএস হিসেবে পেলেন ক্রীড়ামন্ত্রী

Looks like you've blocked notifications!
যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান ও তার নবনিযুক্ত এপিএস মোহাম্মদ আলমগীর। ছবি : বিসিবি

ক্রীড়াঙ্গনের বেশ পরিচিত মুখ মোহাম্মদ আলমগীর। লম্বা সময় ধরে যিনি নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সার্বক্ষণিক বিসিবিপ্রধানের সঙ্গে থাকা আলমগীর এবার নিয়োগ পেলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। নিজ জেলার সন্তান আলমগীরকে সহকারী একান্ত সচিব হিসেবে পেয়েছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান।

আজ সোমবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ বিভাগ।

প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়ামন্ত্রীর এপিএস ছাড়াও আরও চারজন সহকারী একান্ত সচিব নিয়োগ পেয়েছেন। সাধারণত মন্ত্রী-প্রতিমন্ত্রীগণ নিজেদের পছন্দ অনুযায়ী সহকারী একান্ত সচিব নিয়োগ (এপিএস) দিতে পারেন। সেই অনুযায়ী নাজমুল হাসান বেছে নিয়েছেন তার দীর্ঘদিনের কর্মকর্তাকে।

সহকারী একান্ত সচিব জাতীয় বেতন স্কেলে নবম গ্রেডের মাসিক সম্মানী পাবেন৷ সহকারী একান্ত সচিবের মেয়াদ মন্ত্রীর মেয়াদ পর্যন্ত অথবা মন্ত্রী/প্রতিমন্ত্রীগণ যতদিন এপিএস রাখার অভিপ্রায় পোষণ করেন ততদিন পর্যন্ত।