কারাতে ফেডারেশনের সহ-সভাপতি পদে স্থিতাবস্থা বহাল

Looks like you've blocked notifications!
হাইকোর্ট। ফাইল ছবি

মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে কাজ করতে পারবেন না এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনও ওই পদে নতুন কাউকে বসাতে পারবে না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে বাংলাদেশ কারাতে ফেডারেশনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার মাহিন এম. রহমান। মোস্তাফিজুর রহমানের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শুনানি করেন।

পরে ব্যারিস্টার মাহিন এম. রহমান বলেন, খেলার নামে খেলোয়াড়দের বিদেশে আদমপাচারের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এবং তা ফেডারেশনের স্বার্থবিরোধী ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে হওয়ার কারণে, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমানকে গত বছরের ১৯ আগস্ট তারিখ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং পরবর্তী পাঁচ বছরের জন্য ফেডারেশনের সব কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে মো. মোস্তফিজুর রহমান ওই অব্যাহতির বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা  দায়ের করেন।

রিটের শুনানি নিয়ে গত বছরের ৬ অক্টোবর হাইকোর্ট বিভাগ তাকে দেওয়া অব্যাহতির সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ আরোপ করেন। হাইকোর্টের এই স্থগিতাদেশের বিরুদ্ধে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক আপিল বিভাগে সিভিল আপিল দায়ের করেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মামলার বিষয়বস্তু উপর উভয়পক্ষকে স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন এবং শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। সোমবার মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে চেম্বার আদালতের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ বহাল রেখে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।

আইনজীবী আরও বলেন, আজকের এ আদেশের ফলে মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে কাজ করতে পারবেন না এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনও ওই পদে নতুন কাউকে বসাতে পারবে না।