মানহানির মামলায় ফাঁসলেন ধোনি
ভারতীয় ক্রিকেট কিংবদন্তি ধোনির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। মামলা করেছেন তার সাবেক দুই ব্যবসায়িক সহযোগি মিহির দিবাকর ও তার স্ত্রী সৌম্যা দাস। ব্যক্তিগত ও সামাজিক জীবন ক্ষতির মুখে পড়ায় এই মামলা দায়ের করা হয়েছে। এমন খবরই আজ বুধবার (১৭ জানুয়ারি) প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
চলতি জানুয়ারির প্রথম সপ্তাহে রাঁচির নিম্ন আদালতে মিহির ও সৌম্যার বিরুদ্ধে ১৫ কোটি রুপি আর্থিক প্রতারণার মামলা করেন ধোনি। মিহির ও সৌম্যার দাবি, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। ধোনির করা সেই মামলার ফলে তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেশ সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
ধোনি যেন এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নেয় এবং এই দম্পতিকে নিয়ে কোনো কথা পরবর্তীতে না বলে, এর জন্য আদালতের কাছে ধোনিকে এই বিষয়ে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছেন মিহির ও সৌম্যা।
ধোনির বিরুদ্ধে আনা মানহানির মামলায় আর্থিক ক্ষতিপূরণও দাবি করেন মিহির ও সৌম্যা। তবে, কত রুপি চেয়েছেন সেটি জানা যায়নি। এই মামলার শুনানি আগামীকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ভারতের রাজধানী দিল্লির হাইকোর্টে কাল শুনানি করবেন বিচারপতি প্রতিভা এম সিংহ।