বিপিএল কমিটির সঙ্গে বসতে চান নাফিসা কামাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই যেন বিতর্ক। মাঠে যেমন, মাঠের বাইরেও। দশম আসর বসতে চলেছে এবার। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে এবারের আসর। দরজায় যখন কড়া নাড়ছে টুর্নামেন্ট, তখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল রীতিমতো বোমা ফাটালেন। গুঞ্জন আছে, আগামী আসরে খেলবে না কুমিল্লা।
মূলত, বিপিএল কর্তৃপক্ষের কাছে লভ্যাংশ চেয়েছেন নাফিসা কামাল। এ বিষয়ে আজ বুধবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। তিনি জানান, বিপিএল গভর্নিং কাউন্সিলের উচিত সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে একসঙ্গে বসা। সবাইকে টুর্নামেন্টের লভ্যাংশ দেওয়া।
নাফিসা কামাল বলেন, ‘বিপিএল কর্তৃপক্ষের উচিত অল্প হলেও ফ্র্যাঞ্চাইজিগুলোকে লভ্যাংশ দেওয়া। একটা কাঠামো তৈরি করা। এ বিষয়ে আমি যখন কথা বলি, কেবল কুমিল্লার জন্য বলি না। সব দলের জন্যই বলি। এতে দলগুলোর আগ্রহ বাড়বে। ২০১৯ সালে একবার বলেছিলাম। বিপিএল কর্তৃপক্ষ বলেছিল বসবে। কিন্তু, এরপর আর খবর নেই। আমরা তো বিসিবি ও বিপিএল কমিটির সঙ্গে একটা চুক্তিতে আছি।’
বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল কুমিল্লা। চারবারের চ্যাম্পিয়ন তারা। বলা চলে, সব দিক থেকে একমাত্র পেশাদারত্ব দেখানো দল কুমিল্লা। কুমিল্লা ছাড়া প্রায় প্রতিটি দলেই প্রতিবার নাম বদলায়, মালিক বদলায়। যেন হযবরল অবস্থা।
এটি নিয়ে নাফিসা কামাল বলেন, ‘বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বসলে সবারই ভালো। কীভাবে আসরটাকে আরও সফল ও সুন্দর করা যায়, সে বিষয়ে আলোচনা হওয়া দরকার। দেখেন, অন্যান্য দলগুলো আসে আর যায়। এক বছর, দুবছর পরপর বদলায়। আমরা আছি, রংপুর আছে, বাকিরা ধরতে গেলে নতুন। এ বিষয়গুলোর সমাধান হওয়া প্রয়োজন।’