মেসি-রোনালদোকে টপকে গ্লোব সকারের বর্ষসেরা ফুটবলার হলান্ড

Looks like you've blocked notifications!
গ্লোব সকার অ্যাওয়ার্ড ২০২৩ হাতে আর্লিং হলান্ড। ছবি : এএফপি

নতুন বছরের শুরুতেই পুরস্কারের দেখা পেলেন ম্যানসিটি তারকা ফুটবলার আর্লিং হলান্ড। গত সপ্তাহে ফিফা দ্য বেস্টের পুরস্কার হাতছাড়া হলেও প্রথমবারের মতো গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা ফুটবলারের পুরস্কার জিতলেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। এই পুরস্কার জয়ের পথে হলান্ড পেছনে ফেলেছেন লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সুপারস্টারদের।

গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) দিনগত রাতে দুবাইয়ে ‘২০২৩ গ্লোব সকার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এই পুরস্কার পান হলান্ড। মোট ১৬টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। যেখানে বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার পান হলান্ড। বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার পেয়েছেন স্পেনের আইতানা বোনমাতি। যিনি সদ্যই ফিফা দ্য বেস্টের পুরস্কারও জিতেছেন।

এদিকে, বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিততে না পারলেও ভক্তদের বিচারে ফ্যানস ফেবরিট প্লেয়ার, মধ্য প্রাচ্যের সেরা খেলোয়াড় ছাড়াও ম্যারাডোনা অ্যাওয়ার্ড জিতেছেন রোনালদো। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ম্যানসিটি তারকা এডারসন। আর বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন পেপ গার্দিওলা। বর্ষসেরা ক্লাবের পুরস্কারটাও গেছে ম্যানসিটির কাছেই।

২০২৩ সালটা স্বপ্নের মতো কেটেছে ম্যানসিটি তারকা হলান্ডের। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে ৫২টি গোল করেছেন এই ফরোয়ার্ড। পুরস্কার গ্রহনের সময় হলান্ড বলেন, ‘সবাই আমাকে সহয়তা করেছে নিজেকে তৈরি করে ম্যানসিটির জন্য পারফর্ম করতে। এটা অসাধারণ একটা ক্লাব । আমরা ক্লাব সভাপতি ও অধিনায়কের কাছ থেকেই বড় উৎসাহ পাই। আমি এই ক্লাবের হয়ে খেলাটা বেশ উপভোগ করি।’