চোখের সমস্যায় সিঙ্গাপুরে গেলেন সাকিব

Looks like you've blocked notifications!
সাকিব আল হাসান। ছবি : রংপুর রাইডার্স

নির্বাচনের পরপরই চোখের ডাক্তার দেখাতে দেশের বাইরে যান সাকিব আল হাসান। চিকিৎসা নিয়ে ফিরে নেমে পড়েন ক্রিকেট মাঠে। বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে প্রথম ম্যাচও খেলেন দেশসেরা অলরাউন্ডার।

কিন্তু চোখের সমস্যা তার পিছু ছাড়েনি। তাইতো, বিপিএলে এক ম্যাচ খেলেই ফের চোখের ডাক্তার দেখাতে সিঙ্গাপুরে গেলেন রংপুর রাইডার্সের তারকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে। আজ রোববার চোখের ডাক্তার দেখাতে সিঙ্গাপুরে উড়াল দিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে, কবে নাগাদ ফিরবেন সিঙ্গাপুর থেকে সেটা জানা যায়নি।

সবমিলিয়ে যা রংপুর রাইডার্সের জন্য বড় দুঃসংবাদই বটে। দলটির বড় মুখ সাকিব। তাছাড়া প্রথম ম্যাচেই হেরেছে রংপুর। দ্বিতীয় ম্যাচের আগে দলের বড় তারকাকে হারিয়ে খানিকটা ব্যাকফুটে দলটি।  

রংপুর ফ্র্যাঞ্চাইজির কাছেও নিশ্চিত তথ্য নেই কবে নাগাদ ফিরতে পারেন সাকিব। তবে তাদের আপাতত পরিকল্পনা, যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে যেন দেশে ফিরে আসেন সাকিব এবং খেলতে পারেন পরের ম্যাচেই। 

মিরপুর শেরেবাংলায় আগামী মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সাকিবের রংপুর। এর মাঝে সাকিব ফিরে আসেন কিনা সেটাই দেখার অপেক্ষা! যদি না আসেন তাহলে সিলেটের বিপক্ষে সাকিবকে আর পাচ্ছে না রংপুর রাইডার্স।