আইসিসি বর্ষসেরা নারী দলে একমাত্র বাংলাদেশি নাহিদা

Looks like you've blocked notifications!
নাহিদা আক্তার। ছবি : বিসিবি

গত নভেম্বরে আইসিসির মাসসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন নাহিদা আক্তার। বাংলাদেশি এই স্পিনার এবার জায়গা পেলেন আইসিসির বর্ষসেরা নারী দলে।  

এক বিবৃতির মাধ্যমে আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) ২০২৩ সালের বর্ষসেরা পুরুষ ও নারী দলের নাম ঘোষণা করেছে আইসিসি। পুরুষ একাদশে কোনো বাংলাদেশি জায়গা না পেলেও নারীদের ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান করে নিয়েছেন নাহিদা। 

গত বছরটা দারুণ কেটেছিল বাংলাদেশ নারী দলের। যাতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাহিদা। বিশেষত, নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও নিজের ঝলক দেখান। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৪.১৪ গড়ে নেন সাত উইকেট। সেসময় সিরিজসেরার পুরস্কারও উঠেছিল নাহিদার হাতেই। 

আইসিসির বর্ষসেরা নারী দলে জয়জয়কার অস্ট্রেলিয়ার মেয়েদের। পাঁচ অসি ক্রিকেটোর স্থান পেয়েছেন সেরা একাদশে। এ ছাড়া, নিউজিল্যান্ডের দুজন জায়গা পেয়েছেন। বাংলাদেশ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার একজন করে সুযোগ পেয়েছেন মেয়েদের বর্ষসেরা ওয়ানডে দলে। 

পুরুষ ক্যাটাগরিতে তিন ফরম্যাটেই বর্ষসেরা দল ঘোষণা করা হলেও মেয়েদের ক্ষেত্রে বাদ গিয়েছে টেস্ট। ওয়ানডেতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে নাহিদা থাকলেও টি-টোয়েন্টিতে জায়গা হয়নি কারও।