ফেডারেশনগুলো থেকে কড়ায় গণ্ডায় হিসাব নিবেন পাপন
শুধু কথা নয়, ফেডারেশনগুলো থেকে কাজ চান— দায়িত্ব নেওয়ার পর এমনটিই বলেছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। সেই পথেই এগোচ্ছেন তিনি। ফেডারেশনগুলোর চাহিদা পূরণ করবেন তিনি, তবে এর বিনিময়ে চান সাফল্য। যা বিনিয়োগ করা হবে মন্ত্রণালয় থেকে, সবকিছুর কড়ায় গণ্ডায় হিসাব নেবেন বলে জানান পাপন।
জাতীয় ক্রীড়া পরিষদে আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) ৯টি ক্রীড়া ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা বলেন পাপন।
যুব ও ক্রীড়ামন্ত্রী বলেন, ’যাকে (ফেডারেশন) যা দেওয়া হবে, তার কড়ায় গণ্ডায় হিসাব নেওয়া হবে। সঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে কি না তা নিশ্চিত করতে হবে। না হলে এরপর আর পাবে না। এটাতে কোনো ছাড় নেই।’
এর আগে ক্রীড়া পরিষদে ঢোকার মুহূর্তে নাজমুল হাসান বলেন, 'আমরা ফেডারেশনগুলোর সঙ্গে একে একে কথা বলব। তাদের সমস্যাগুলো শুনব। তারা আমাকে নিজেদের চাহিদার কথা জানাবে। ক্রীড়া মন্ত্রণালয়েরও কিছু সীমাবদ্ধতা আছে। সবমিলিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেব কতটুকু করা সম্ভব।'