বশিরকে ভারতের ভিসা না দেওয়ায় বিরক্ত স্টোকস
হায়দরাবাদে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার শোয়েব বশিরকে অভিষেক করানোর ভাবনা ছিল ইংল্যান্ডের। কিন্তু ভিসা জটিলতায় দলের সঙ্গে ভারতেই যেতে পারেননি ২০ বছর বয়সী এই তরুণ স্পিনার। দুবাই থেকেই ফিরে গেছেন নিজ দেশে। বশিরের এমন ভিসা জটিলতায় বেশ বিরক্ত ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।
গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের বাকি খেলোয়াড়রা ভারতে গেলেও আবুধাবি থেকে লন্ডন ফিরে যেতে হয়েছে বশিরকে। পাকিস্তানি বংশোদ্ভূত বশিরের জন্ম ইংল্যান্ডে সারেতে। ভারত সফরের জন্য বাকিদের সঙ্গে আবুধাবির অনুশীলন ক্যাম্পে ছিলেন তিনিও।
গত ১১ ডিসেম্বর ভারত সফরের জন্য স্কোয়াড ঘোষণার পর ভিসার জন্য দ্রুতই খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কাগজপত্র জমা দেয় ইসিবি। ইংল্যান্ডের এই স্কোয়াডে ১৯ বছর বয়সী লেগ স্পিনার রেহান আহমেদও পাকিস্তানি বংশোদ্ভূত। কিন্তু সর্বশেষ বিশ্বকাপে ইংল্যান্ড দলে স্ট্যান্ডবাই থাকায় রেহানের ভিসা সম্পর্কিত কাগজপত্রের কাজ তখনই সেরে রাখা হয়েছিল। তাই এবারের সফরে তার ভারতে যেতে কোনো সমস্যা হয়নি।
বশিরের বিষয়টি নিয়ে ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে স্টোকস বলেন, ‘আমরা ডিসেম্বরের মাঝামাঝিতে স্কোয়াড ঘোষণা করেছি। আর বশির এখন ভারতে যেতে ভিসা পাচ্ছে না। তার জন্য আমি আরও বেশি হতাশ। ইংল্যান্ড দলে প্রথম সুযোগ পেয়ে এমন অভিজ্ঞতা কারও ক্ষেত্রেই কাম্য নয়। তার জন্য খারাপ লাগছে।’
বশিরের ভিসা ইস্যুর সমাধান হয়ে যাবে বলে আশা করছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তারা ইস্যুটির সমাধান করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছে। ব্রিটিশ গণমাধ্যমগুলোর মতে, আবুধাবি থেকে ভারতে উড়াল দিতে পারবেন না বলেই দেশে ফেরেন বশির। দেশে ফিরে নতুন করে আবেদন করেছেন ভিসার জন্য।
যদিও এমন ভিসা জটিলতা এই প্রথম নয়। এর আগে বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজাও একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। পাকিস্তানের ইসলামাবাদে জন্ম নেওয়া খাজা সতীর্থদের সঙ্গে ভারতে পা রাখতে পারেননি; দেরিতে পৌঁছেছিলেন। শুধু তাই নয়, নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তান দলের ভিসা মঞ্জুর হয়েছিল দেশ ছাড়ার আগের দিন। যার ফলে দুবাইয়ে প্রাক্–মৌসুম অনুশীলন বাতিল করতে হয়েছিল পাকিস্তানকে।
এদিকে, ব্যক্তিগত কারণে ভারত সফর থেকে সরে দাঁড়িয়েছেন ব্যাটার হ্যারি ব্রুক। তার পরিবর্তে ইংল্যান্ড দলে ডাকা হয়েছে ড্যান লরেন্সকে। তিনিও বশিরের সঙ্গে ভারতে পা রাখবেন বলে টিম ম্যানেজমেন্টের পক্ষ হতে জানানো হয়েছে।