ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে মুখ খুললেন শোয়েব
চলতি বিপিএলটা মোটেও সুখকর ছিল না পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের। মাত্র তিন ম্যাচ খেলে দল ছাড়লেও ব্যাটে-বলে সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি ৪১ বছর বয়সী এই ক্রিকেটার। এর ওপর তার বিরুদ্ধে অভিযোগ ওঠেছে ম্যাচ ফিক্সিংয়ের। অবশেষে, সেই অভিযোগের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন শোয়েব।
আজ শুক্রবার (২৬ জানুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পাকিস্তানি এই ক্রিকেটার লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে বরিশালের হয়ে খেলা নিয়ে আমার বিরুদ্ধে যে গুজব উঠেছে, তা প্রত্যাখ্যান করছি। আমি আমার অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ওই সময় আলোচনাও করেছি, পরে কি করতে হবে সেটাও পরিকল্পনা করি। পরবর্তীতে দুবাইয়ে আমার আগে থেকে নির্ধারিত কাজ থাকায় বাংলাদেশ ছেড়ে আসতে হয় আমাকে।’
তিনি আরও যোগ করেন,‘এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়ানোর আগে অবশ্যই যাছাই করা উচিত। অন্যথায় এরকম মিথ্যা যে কারও সুনামে আঘাত করার পাশাপাশি বিভ্রান্তিও তৈরি করতে পারে। তাই স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্য সোর্সের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করুন।’
প্রসঙ্গত, খুলনা টাইগার্সের বিপক্ষে সেই ম্যাচে তিনটি নো বলসহ এক ওভারে ১৮ রান দেন শোয়েব। পরবর্তীতে শোয়েবকে আর বোলিংয়ে আনেনি অধিনায়ক তামিম। তবে, নো বলের সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।