পা ঠিক থাকলে পরের বিপিএলেও খেলবেন মাশরাফী

Looks like you've blocked notifications!
মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : সিলেট স্ট্রাইকার্স

ঢাকা পর্বে দুই হারের পর সিলেটেও তিক্ত অভিজ্ঞতা। কিছুতেই যেন পথ খুঁজে পাচ্ছে না সিলেট স্ট্রাইকার্স। কাজ করছে না বিপিএলের সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার বুদ্ধিদীপ্ত নেতৃত্ব। তাছাড়া অধিনায়ক নিজেও ফর্মে নেই।

শতভাগ ফিট না থাকায় মাশরাফীকে নিয়ে হচ্ছে সমালোচনা। এমন পরিস্থিতিতে জানতে চাওয়া হলো—অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে। আগামী বিপিএলে তাকে দেখা যাবে কি না সেই ব্যাপারে। জবাবে মাশরাফীর জানিয়ে দিয়েছেন—পা ঠিক থাকলে তাকে দেখা যেতে পারে আগামী বিপিএলেও।

মাশরাফীর উত্তরটা এমন, ‘হতে পারে। আমার পা যদি ঠিক থাকে হতে পারে। আমি আমার মতো করেই করতে চাই। এ বছর যদি ফুল (বোলিং) সর্বশেষ বছরের মতো খেলতে পারতাম, তাহলে চিন্তা করব। যেহেতু ফুল করতে পারছি না, আমি চিন্তা করব পরে। আমি তো বলেছিলাম আমি ক্রিকেট খেলব। আই এনজয় মাই ক্রিকেট।’

নিজের পায়ের চোটের অবস্থা জানিয়ে সিলেট অধিনায়ক বলেছেন,  ‘এখন সর্বশেষ বছর পর্যন্ত আমার পায়ে কোনো রকম সমস্যা হয়নি। এই বছরে হঠাৎ চার মাস আগে ব্যথা অনুভব করি। আমি জানি না কী হয়েছে। ডাক্তার দেখিয়েছি, পরে বলেছে ছোট একটা অপারেশন লাগবে। আমি নিজেও চাইনি যেহেতু পুরো ফিট না। তবে ওই যে বললাম সবকিছুতে যদি কিন্তু থাকে। কিছু চাওয়া, কিছু পাওয়ার ব্যাপার থাকে। খেলাটা চালিয়ে যাচ্ছি আরকি।

এ ছাড়া নিজেকে নিয়ে এত প্রশ্ন আর আলোচনার জন্য মাশরাফী বলেছেন, ‘শুধু আমার বিষয় না। আপনার লেখার জন্য হয়তো, কিন্তু ছয়টা প্রশ্ন পেলাম আমাকে নিয়ে। মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না। আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা সামনের ১০ বছর সার্ভিস দেবে, তাদের নিয়ে চিন্তা করেন। মানুষ যা খায়, তা খাওয়াইতে গেলে হবে না। বাংলাদেশ ক্রিকেটে কী উন্নতি হবে, সেগুলো চিন্তা করতে হবে আপনাদের। সেগুলোই মানুষকে জানাতে হবে।’

সমালোচনার জবাব দেওয়া তো দূরে মাশরাফী জানালেন পাল্টা জবাব দিতে চান না তিনি, ‘আমি কোনো দিনও আমার ক্যারিয়ারে পাল্টা আক্রমণ করিনি। অবশ্যই খেলাধুলায় মানুষ ভালোটাই চায়। সব সময় যারা জয়ী হয় তাদেরই চিন্তা করে, ওদেরই মনে রাখে। এটা খুব স্বাভাবিক। শুধু ক্রিকেটে নয়, জীবনের যেকোনো ক্ষেত্রেই দেখবেন, যদি আপনি ভালো করেন, সেটাই মানুষ এসে বলবে। খারাপকে কেউ কখনো গ্রহণ করে না। সুতরাং এখানে উত্তর দেওয়ার কিছু নেই। এখানে আমরা যারা খেলছি, তারা চেষ্টা করছি সাধ্যমতো।’