যে কারণে আট নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সাকিব

Looks like you've blocked notifications!
ছবি : বিসিবি

সিলেট পর্বে নিজেদের প্রথম পর্বে হার দেখেছে রংপুর রাইডার্স। খুলনা টাইগার্সের সামনে দাঁড়াতেই পারেনি দলটি। তবে, জয়-পরাজয় ছাপিয়ে ম্যাচটিতে আলোচনায় সাকিব আল হাসানের ব্যাটিং পজিশন। খুলনার বিপক্ষে ম্যাচটিতে আট নম্বরে ব্যাটিংয়ে নামেন। যেটা প্রায় সাত বছর পর দেখা গেছে।

বিপিএলে শেষ ২০১৬ সালে সাকিব আটে ব্যাট করতে নেমেছিলেন। তখন তিনি খেলেছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। এতদিন পর গতকাল শুক্রবার আবারও তাকে দেখা গেল লোয়ার অর্ডারে।

ম্যাচ শেষে জানা গেল তার এত দেরিতে ব্যাট করার কারণ। দলটির প্রধান কোচ সোহেল ইসলাম জানান, পর্যাপ্ত প্রস্তুতি না থাকার কারণেই দেরিতে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার।

চোখের সমস্যায় ভুগতে থাকা সাকিব মাত্রই ফিরেছেন সিঙ্গাপুর থেকে। সিঙ্গাপুর থেকে ফিরে আর অনুশীলনের সময় পাননি তিনি। তাই, দেরিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রধান কোচ সোহেল ইসলাম বলেন, ‘আসলে সাকিব মাত্রই (সিঙ্গাপুর থেকে) এসেছে। অনেকদিন (দলের সঙ্গে) ছিল না। সবাই জানেন তার চোখে একটু সমস্যা আছে। এই অবস্থায় আসলে বোলিংটা করা যায়। তবে ব্যাটিংটা করতে গেলে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু ওই প্রস্তুতি নিতে পারেনি, এজন্য (ওপরের দিকে) ব্যাট করেনি।’

সামনের ম্যাচগুলোতেও সাকিব দেরিতে নামবেন কি না এমন প্রশ্নের জবাবে কোচ বলেছেন, ‘(ব্যাটিং শেষে ফেরার পর) কোনো সমস্যার কথা বলেনি। আরও কীভাবে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া যায়, দ্রুত কীভাবে নিজের ছন্দে আসা যায়, সেই চেষ্টা করছে। আমার সঙ্গে যেটা কথা হয়েছে যে কিছুদিন গেলে আস্তে আস্তে... ওকে একটু সময় দিতে হবে। কয়েকটা দিন বা সেশন গেলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এই সময়টা তো দিতেই হবে।’