ফের অস্ট্রেলিয়ান ওপেনের রানি সাবালেঙ্কা

Looks like you've blocked notifications!
অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা হাতে সাবালেঙ্কা। ছবি : এএফপি

অস্ট্রেলিয়ান ওপেনে নিজের আধিপত্য ধরে রাখলেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। মেগা ফাইনালে চীনের কিনওয়েন ঝোংকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জেতেন মাত্র ৭২ মিনিটে। এই শিরোপা জয়ের মাধ্যমে কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের রেকর্ড স্পর্শ করলেন ২৫ বছর বয়সী এই তারকা। ২০১৭ সালে সেরেনার পর প্রথম নারী হিসেবে টানা দুইবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন সাবালেঙ্কা।

আজ শনিবার (২৭ জানুয়ারি) মেলবোর্নের রড লেভার অ্যারেনাতে নারী এককের ফাইনালে কিনওয়েন ঝোংকে ৬-৩, ৬-২ সেটে হারান সাবালেঙ্কা। যদিও ফাইনালটা ছিল অনেকটাই একপেশে। প্রথম সেট জিততে সাবালাঙ্কার প্রয়োজন পড়ে মাত্র ৩৩ মিনিট। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ঝোং। তবে, প্রথম সেটের মতো দ্বিতীয় সেটেও নিজের আধিপত্য বজায় রাখে সাবালাঙ্কা।

যদিও ম্যাচ শুরুর আগে ফাইনালে কঠিন লড়াইয়ের আভাস দিয়েছিল বিশেষজ্ঞরা। কিন্তু ফাইনালে তার কিছুই দেখা যায়নি। শুরু থেকেই নিজের সবচেয়ে শক্তির জায়গা সার্ভ কাজে লাগানোর চেষ্টা করেন সাবালেঙ্কা। এছাড়া সাবালেঙ্কা শটগুলোও খেলছিলেন খুব গতিতে। সেই গতির সঙ্গেও মানিয়ে উঠতে পারছিলেন না ২১ বছর বয়সী ঝোং।