ক্লপ লিভারপুল ছাড়লে শান্তিতে ঘুমাতে পারবেন গার্দিওলা!

Looks like you've blocked notifications!
ইয়ুর্গেন ক্লপ ও পেপ গার্দিওলা। ছবি : এএফপি

চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। শুক্রবার রাতে বিদায়ের ঘোষণা দেন এই জার্মান কোচ। মাস্টারমাইন্ড ক্লপের সিদ্ধান্তে হতাশ ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। একইসঙ্গে নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, এখন অন্তত লিভারপুল ম্যাচের আগে শান্তিতে ঘুমাতে পারবেন।

আজ শনিবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্লপের বিদায় প্রসঙ্গে কথা বলেন গার্দিওলা। ক্লপের প্রসঙ্গে গার্দিওলা বলেন,‘সে একজন দুর্দান্ত কোচ। আমি তাকে কাছ থেকে চিনি না, কিন্তু আমি জানি যে সে একজন অসাধারণ মানুষও। সবাই তাকে মিস করবে। ব্যক্তিগতভাবে আমি তাকে মিস করব।’

এরপর কিছুটা হেসে গার্দিওলা বলেন,‘আমি আনন্দিতও; কারণ, সে না থাকায় লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে আমি আরেকটু আরামে ঘুমাতে পারব। আমি তাকে শুভকামনা জানাতে চাই। আশা করি তার সঙ্গে আবার দেখা হবে।’

২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের দায়িত্ব নেন ইয়ুর্গেন ক্লপ। তার অধীনে সব বড় শিরোপাই জিতেছে লিভারপুল। ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি তারা ঘরে তোলে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপা। পরের মৌসুমে পায় কাঙ্ক্ষিত প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ। ২০২১-২২ মৌসুমে লিভারপুল জেতে ঘরোয়া ডাবল- লিগ কাপ ও এফএ কাপ। ক্লাবকে ভালো অবস্থানে রেখেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন কোচ ইয়ুর্গেন ক্লপ। নতুন কোচ হিসেবে কাকে বেছে নেয় ক্লাবটি, সেটিই দেখার বিষয়।