নাটক জমিয়ে ভারতকে হারাল ইংল্যান্ড
জিততে ভারতের চাই ৫৩ রান, হাতে ছিল এক উইকেট। হায়দরাবাদের টেস্টের শেষটা যে এতটা নাটকীয় হবে, তা হয়তো কেউই ভাবেনি। বারবার বিভ্রান্ত করেও লেজের সারির দুই ব্যাটার মোহাম্মদ সিরাজ-জাসপ্রিত বুমরাহকে আউট করতে পারছিল না ইংলিশ বোলাররা। অবশেষে, চতুর্থ দিনের খেলা শেষের মিনিট দশেক আগে সিরাজকে ফিরিয়ে ২৮ রানের নাটকীয় জয় পায় বেন স্টোকসের দল।
আজ রোববার (২৮ জানুয়ারি) ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৩১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনে আস্থার প্রতিদান দিতে পারেনি রোহিত-গিলরা। টেস্ট সুলভ ব্যাটিং করতে পারেননি কোনো ব্যাটার। শেষের দিকে শিখর ভারত-রবিচন্দন অশ্বিন প্রতিরোধ গড়লেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
এর আগে, প্রথম ইনিংসে বেন স্টোকস ও জনি বেয়ারস্টোর ব্যাটে চড়ে ২৪৬ রান তোলে ইংল্যান্ড। জবাবে, প্রথম ইনিংসে জাদেজা, জসওয়াল ও রাহুলের ফিফটিতে ভর করে ৪৩৬ রান তোলে ভারত। ১৯০ রানের লিড পাওয়ায় অনেকটা জয় নিশ্চিত ছিল স্বাগতিকদের।
কিন্তু কে জানত, দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য ব্যাটিংয়ে রানের পাহাড় গড়বে ইংলিশরা। অলি পোপের ১৯৬ রানের ইতিহাস গড়া ইনিংসের সুবাদে ৪২০ রান তোলে ইংল্যান্ড। যার সুবাদে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৩১ রানের। সেই লক্ষ্য আর টপকাতে পারল না স্বাগতিকরা। এই জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।