অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে ব্রাজিল

Looks like you've blocked notifications!
ব্রাজিল অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। ছবি : এএফপি

মাঠে সময়টা দুর্দান্ত কাটছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের। প্যারিসে অনুষ্ঠিতব্য অলিম্পিক ফুটবলের প্রাক-বাছাইপর্বে ইকুয়েডরকে হারিয়ে টানা তৃতীয় জয় ‍পেল সেলেসাওরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করল ব্রাজিল।

গতকাল সোমবার (২৯ জানুয়ারি) দিনগত রাতে এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে মারলন গোমেজ ও গ্যাব্রিয়েল পিরানীর গোলে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে সেলেসাওরা। এই জয়ে প্যারিস অলিম্পিকের টিকিটও নিশ্চিত হয়েছে ব্রাজিলের। সেলেসাওরা নিশ্চিত করলেও বাছাইপর্বের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার অপেক্ষায় আছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকে দাপট দেখালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল। উল্টো দ্বিতীয়ার্ধে গোল হজম করে পিছিয়ে পড়ে। গোলশূন্য ব্যবধানে বিরতির পর ম্যাচের ৫৯তম মিনিটে মিডফিল্ডার মারকাডোর গোলে এগিয়ে যায় ইকুয়েডর। পিছিয়ে পড়লেও ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি ব্রাজিল।

ম্যাচের ৬৫তম মিনিটে দলকে সমতায় ফেরান মিডফিল্ডার মারলন। সমতায় ফেরার পর আক্রমণের ধার বাড়ায় সেলেসাওরা। যার ফল পেতে সময় লাগেনি। ম্যাচের ৭৫তম মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ান পিরানী। তার এই গোলেই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেনেজেসের দল।

লাতিন অঞ্চল থেকে দুটি দল অলিম্পিকে ফুটবল ইভেন্টে খেলার সুযোগ পাবে। এ অঞ্চলের ১০টি দল দুই ভাগে ভাগ হয়ে অংশ নিচ্ছে বাছাইপর্বে। ব্রাজিল রয়েছে ‘এ’ গ্রুপে। তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে ব্রাজিল। সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট দিয়ে দুইয়ে রয়েছে ইকুয়েডর।