সুসময়ে সুবাতাস পাচ্ছেন শামার জোসেফ

Looks like you've blocked notifications!
শামার জোসেফ। ছবি : আইসিসি

শামার জোসেফ—ক্রিকেট দুনিয়া এখন মত্ত এই নামটা নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের তরুণ ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে যা করলেন, তারপর তাকে নিয়ে চর্চা না হওয়াই বরং অস্বাভাবিক। অসিদের বিপক্ষে গত ২৮ জানুয়ারি যে রূপকথা লিখেছে ক্যারিবিয়ানরা, তার মূল নায়ক জোসেফ। ২৭ বছর পর অসিদের মাটিতে টেস্টে তাদের হারিয়েছে ক্যারিবিয়ানরা। পেসার জোসেফ একাই ধসিয়ে দিয়েছেন তাদের ব্যাটিং লাইনআপ। ইনিংসে নিয়েছেন সাত-সাতটি উইকেট।

এবার সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন জোসেফ। আইসিসির সর্বশেষ হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়ে দিয়েছেন বিশাল লাফ। টেস্ট বোলারদের তালিকায় ৪২ ধাপ এগিয়েছেন তিনি। মাত্র দ্বিতীয় টেস্টে মাঠে নামা জোসেফ এখন আছেন টেস্ট বোলারদের তালিকায় ৫০তম স্থানে। ৩৯৭ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার লাহিরু কুমারার সঙ্গে যৌথভাবে ৫০তম স্থানে আছেন তিনি।

অসিদের বিপক্ষে টেস্টে দারুণ পারফর্ম করা জোসেফ এর মধ্যেই ডাক পেয়েছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশওয়ার জালমিতে। পাকিস্তানের ঘরোয়া লিগের দলটিতে তিনি ডাক পেয়েছেন ইংলিশ ক্রিকেটার অ্যাটকিনসনের বিকল্প হিসেবে।

এক ম্যাচ দিয়েই মন কেড়েছেন সবার। হয়ে উঠেছেন আরাধ্য। তাই, জোসেফকে দলে ভিড়িয়ে পেশওয়ার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে তার ছবি দিয়ে লিখেছিল— ‘ভক্তরা চেয়েছে, আমরা এনেছি। পেশওয়ার জালমি পরিবারে স্বাগত, শামার জোসেফ।’