আন্ডারটেকারের অভিনব ট্রফি উন্মোচনে মুগ্ধ রোনালদো

Looks like you've blocked notifications!
ছবি : ইন্সটাগ্রাম

ফুটবলে নবজাগরণ ঘটাচ্ছে সৌদি আরব। ক্রিস্টিয়ানো রোনালদোর হাত ধরে যার উত্থান। সেই রোনালদোর একটি ম্যাচে দেখা গেল অভিনব এক আয়োজন। রেসলিং রিংয়ের অন্যতম সেরা খেলোয়াড় দ্য আন্ডারটেকারকে দেখা গেল রিয়াদ সিজন কাপের ফাইনালে।

রিয়াদের কিংডম অ্যারেনায় মুখোমুখি হয়েছিল আল-নাসের ও আল-হিলাল। সৌদি লিগের দুই সেরা ক্লাব প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে এই টুর্নামেন্টে অংশ নেয়। ম্যাচে ২-০ গোলে রোনালদোরা হেরে গেলেও ম্যাচের চেয়ে বেশি রেশ ছিল আন্ডারটেকারের ট্রফি উন্মো্চন নিয়ে।

রেসলিং রিংয়ে আন্ডারটেকারের আগমন ঠিক যেভাবে ঘটে, কিংডম অ্যারেনায়ও সেভাবেই সামনে এলেন তিনি। প্যান্ট, ভেতরে টি-শার্ট, গায়ে ওভারকোট, মাথায় হ্যাট— সবই কুচকুচে কালো। ডার্ক থিমে হেঁটে আসছেন ধীরেসুস্থে, এসে কালো কাপড়ে মোড়ানো ট্রফির সামনে দাঁড়ালেন।

দুহাত ওপরে দিয়ে প্রতীকী একটা শক্তি প্রয়োগ করলেন। তারপর উন্মোচন করলেন নীল রঙের ট্রফি। সঙ্গে সঙ্গে নীলাভ অন্ধকার আলোয় ছেয়ে যায় গোটা স্টেডিয়াম। এরপরই জ্বলে ওঠে ফ্লাডলাউট। আন্ডারটেকারের এই পুরো দৃশ্যটাই পেছনে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখেছেন সিআরসেভেন।

সতীর্থদের সঙ্গে রোনালদোর প্রতিক্রিয়ায় বোঝা গেছে তিনি বেশ উপভোগ করেছেন। পুরো ব্যাপারটিই অবশ্য মনোরঞ্জনের জন্য। রোনালদোর সঙ্গে আন্ডারটেকারের অভিনব যুগলবন্দীতে সবাই মোহিতই হয়েছেন।