রউফকে কেন্দ্রীয় চুক্তি হতে বাদ দেওয়ায় ক্ষুব্ধ আফ্রিদি
অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলতে না চাওয়ায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়রেন পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ। সঙ্গত কোনো কারণ ছাড়া তার এমন সিদ্ধান্ত নেওযায় তাকে সাজা দিয়েছে পিসিবি। শুধু তাই নয় পুরো ঘটনা জানতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আর এই পুরো বিষয় নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানের আরেক পেসার শাহিন আফ্রিদি।
রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিলের পাশাপাশি আগামী ৩০ জুন পর্যন্ত তাকে বিদেশি লিগে খেলার অনাপত্তিপত্র না দেওয়া হবে না বলে জানিয়েছে পিসিবি। বিষয়টি ভালো লাগেনি টি-টোয়েন্টি দলের অধিনায়ক শাহিন আফ্রিদির।
পিসিবির সমালোচনা করে এই পেসার বলেন, ‘পিসিবির সিদ্ধান্ত নিয়ে আমার বেশি কিছু বলার নেই। কিন্তু সিদ্ধান্তটা এমন সময় এল, যখন এক দিন পর আমাদের ম্যাচ। হারিস মানসিকভাবে খুব শক্ত ছেলে। আশা করি, বিষয়টি তার ওপর খুব একটা প্রভাব ফেলবে না। আর পিসিবি সম্ভবত বুঝতে পারবে, এ সময়ে এমন সিদ্ধান্ত নেওয়াটা ঠিক ছিল না। হারিস ভালো করছে, সে সব সময় পাকিস্তানের জন্য খেলতে প্রস্তুত।’
এদিকে এই বিষয়ে এক বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ‘পাকিস্তানের হয়ে খেলা যে সকোনো খেলোয়াড়ের জন্য চূড়ান্ত সম্মান এবং সুযোগ। মেডিকেল রিপোর্ট বা সঙ্গত কারণ ছাড়া পাকিস্তানের টেস্ট দলে থাকতে অস্বীকার করা কেন্দ্রীয় চুক্তির বিধি লঙ্ঘন।’