নেইমারের বাড়তি ওজন নিয়ে ভক্তদের খোঁচা

Looks like you've blocked notifications!
নেইমার। ছবি : এএফপি

সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের। চোট কাটিয়ে দীর্ঘ চার মাস পর অনুশীলনে ফিরলেও এখন আল হিলারের জার্সিতে মাঠে নামা হয়নি তার। এর আগেই নতুন করে আলোচনায় ব্রাজিলিয়ান তারকা। বাড়তি ওজন নিয়ে সমর্থকদের তোপের মুখে পড়েছেন ৩২ বছর বয়সী এই তারকা।

গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। এদিন অনুশীলনে ফিরে ক্লাব সতীর্থদের সঙ্গে কুশল বিনিময় করেন নেইমার। এমন সময় তার বেশ কিছু ছবি তোলা হয় এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।

এর মধ্যে একটি ছবি দ্রুতই ভাইরাল হয়। যেখানে নেইমারকে দেখে মনে হচ্ছে তার ওজন বেড়ে গেছে। ক্যামেরা অ্যাঙ্গেলের কারণেই হয়তো এমনটি দেখা গেছে। এতে আল হিলাল ভক্তরা প্রতিক্রিয়াও জানান। নেইমারের বাড়তি ওজনের কারণে, তাকে খোঁচাও দিয়েছেন সৌদি প্রো লিগের ক্লাবটির সমর্থকরা।

গত বছরের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পান নেইমার। নভেম্বরে তার পায়ে সফল অস্ত্রেপচার সম্পন্ন হয়। এরপর চার মাসের জন্য পুর্নবাসন প্রক্রিয়াতে থাকতে হয় তাকে। এমনকি চলতি মাসে আল হিলাল-মায়ামি হাইভোল্টেজ ম্যাচেও দেখা যায়নি এই তারকা ফুটবলারকে। লম্বা সময় ধরে ফুটবল থেকে দূরে থাকায় ওজন নিয়ন্ত্রনে রাখতে পারেনি নেইমার বলে মত নেটিজেনদের। অবশ্য ওজন নিয়ে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের তৈরি হয়েছিল। সেসময় মধ্যাঙ্গুলি দেখিয়ে যার জবাব দিয়েছিলেন নেইমার।