মাথায় বলের আঘাত, হাসপাতালে মুস্তাফিজ

Looks like you've blocked notifications!
মাথায় আঘাত পেয়েছেন মুস্তাফিজ। ছবি : কুমিল্লা ভিক্টোরিয়ান্স

অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়েছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে তার মাথায় বল লেগে যায়। রক্তাক্ত অবস্থায় তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই তারকাকে।

আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) বিপিএলের কোনো ম্যাচ নেই। দলগুলোর মধ্যে কেউ বিশ্রামে, কেউ করছে অনুশীলন। যথারীতি কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিরতিতে অনুশীলন করতে যায়। সাগরিকায় সকাল ১০টায় অনুশীলনে আসে টিম কুমিল্লা।

সবকিছু ঠিকঠাকই হচ্ছিল। কিন্তু নেটে অনুশীলনের সময় হঠাৎ আঘাত পান মুস্তাফিজ। নেটে বোলিং করার সময়ই এই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বাংলাদেশের এই ক্রিকেটার। তার মাথায় রক্তক্ষরণও হয়। জানা গেছে, বলের আঘাতে মোস্তাফিজের মাথা ফেটে গেছে। তবে, অবস্থা কতটা গুরুতর সে ব্যাপারে এখনও জানা যায়নি।  

চলতি বিপিএলে কুমিল্লার জার্সিতে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। যার মধ্যে নিয়েছেন ১১টি উইকেট। কুমিল্লার পরের ম্যাচ আগামীকাল সোমবার। সাগরিকায় কাল দুপুর দেড়টায় সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তার আগে মুস্তাফিজের এই চোট বড় ধাক্কাই বটে।