আবারও স্বর্ণ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ইমরানুর

Looks like you've blocked notifications!
ইমরানুর রহমান। ছবি : বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।

অ্যাথলেটিকসে স্প্রিন্টার জহির রায়হানের পর আরও একটি সাফল্যের পথে বাংলাদেশ। এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন ইমরানুর রহমান। গত আসরের চেয়ে এবার হিটে আরও ভালো টাইমিং করেছেন বাংলাদেশি এই অ্যাথলেট।

তেহরানে অনুষ্ঠিত সেমিফাইনালে গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) তিন নম্বর হিটের ৬ নম্বর লেনে দৌড়ান ইমরানুর। ৬ দশমিক ৬২ সেকেন্ডে দৌড় শেষ করেন ৩০ বছর বয়সী অ্যাথলেট। ইমরানুর তার হিটে দ্বিতীয় হন। সময় নেন ৬.৬০ সেকেন্ড। প্রাথমিক হিটের চেয়ে সেমিফাইনালে হিটে ইমরান ০.০২ সেকেন্ড কম টাইমিং করেছেন। আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৫০ মিনিটে ফাইনালে স্বর্ণ জয়ের লক্ষ্যে দৌড়াবেন তিনি।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, ‘ইমরান নিজের হিটে দ্বিতীয় এবং দুই হিট মিলিয়ে শীর্ষ তিনে থাকায় তার ফাইনাল খেলা নিশ্চিত। আমরা ভালো কিছু আশা করছি।’

গত বছর কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছিলেন ইমরানুর। এবার সেই স্বর্ণ ধরে রাখবেন এবং বাংলাদেশের পতাকা এশিয়ার মঞ্চে আবারও ওড়াবেন বলেই আশা ভক্তদের।