কাশ্মীরের বিস্ময় ক্রিকেটারের সঙ্গে শচীনের সাক্ষাৎ
সকলেই ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে থাকেন। কিন্তু স্বয়ং শচীন যখন কারও সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে ওঠেন, তিনি যে স্পেশাল হবেন তা তো অনুমিতই। কাশ্মীরে গিয়ে তেমনই এক বিস্ময় ক্রিকেটারের সঙ্গে দেখা করলেন এই ভারতীয় কিংবদন্তি।
কারখানায় কাজ করতে গিয়ে দুই হাত চিরতরে হারিয়ে ফেলেন আমির হোসেন। তবুও থেমে থাকেননি তিনি। প্রবল ইচ্ছাশক্তির জোরে নিজেকে ক্রিকেটার হিসেবে তৈরি করেন। বর্তমানে কাশ্মীর প্যারা দলের অধিনায়ক তিনি। কাঁধ ও ঘাড় দিয়ে দারুণ ব্যাটিং করেন আমির, যার ভিডিও দেখে অবাক নেটিজেনরাও। এভাবেই শচীনের নজরে আসেন আমির।
পরিবারকে নিয়ে জম্মু ও কাশ্মীরে ছুটি কাটানোর মধ্যেই আমিরের সঙ্গে দেখা করেন শচীন। আমিরের বাড়িতে গিয়েই তার সঙ্গে দেখা করেন ভারতীয় কিংবদন্তি। শচীনকে দেখেই মাথানত করে প্রণাম করেন আমির। তাকে বুকে জড়িয়ে নেন শচীন। সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারকে দেখে ভাষা খুঁজে পাচ্ছিলেন না, সেটা আমিরের চোখেমুখেই ফুটে উঠছিল।
নিজেকে কিছুটা সামলে আমির বলেন, ‘আজ এত আনন্দ হচ্ছে স্যার। যখনই জানতে পারলাম যে আপনি আসছেন, তখন থেকেই অপেক্ষায় ছিলাম। জীবনে কখনও হার মানিনি স্যার। যা যা স্বপ্ন আছে, তা পূরণ করার লক্ষ্য নিয়েই এগিয়ে গিয়েছি। ধীরে-ধীরে শিখতে থাকি। কলেজে পৌঁছাই। জম্মু ও কাশ্মীরের প্যারা ক্রিকেট দলে সুযোগ পাই। ২০১৩ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলি। আজ আমি যেখানে এসেছি, সেটা আপনার কারণেই হয়েছে। সব থেকে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন আপনিই।’
কেবল শচীনই নয়, এর আগেও আমির ভারতের তারকা আরেক ক্রিকেটারদের নজরে পড়েছিলেন। সাবেক পেসার আশিষ নেহরা মুম্বাইয়ে অনুষ্ঠিত ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে।