স্বর্ণ নয়, ইরাকে রৌপ্য জিতল বাংলাদেশ

Looks like you've blocked notifications!
ব্রোঞ্জ জয়ী নারী রিকার্ভ দল। ছবি : এএফপি

এশিয়া কাপ আর্চারিতে বেশ কয়েকটি ইভেন্টে পদকের নিষ্পত্তি হয়ে গেল আজ। এর মধ্যে এশিয়া কাপ স্টেজ-১ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারিতে দলগত বিভাগ থেকেই কেবল স্বর্ণ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ বাংলাদেশ দল। ভারতের কাছে হেরে রৌপ্য জিতেই সন্তুষ্ট থাকতে হলো লাল-সুবজ দলকে।

আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) ইরাকের বাগদাদে এই প্রতিযোগিতায় রিকার্ভ পুরুষ দলগত বিভাগে ভারতের বিপক্ষে ৬-২ সেট পয়েন্টে হারেন আব্দুর রহমান আলিফ, সাগর ও হাকিম আহমেদ রুবেলরা।

অন্যদিকে রিকার্ভ মিশ্র দলগত বিভাগের ফাইনালে সাগর-দিয়া জুটিও হারে ভারতের কাছে। ভারতের জুটির কাছে ৬-০ ব্যবধানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

ইরাকে চলমান আসর থেকে এখন পর্যন্ত দুটি করে রুপা ও ব্রোঞ্জ পেল বাংলাদেশ। গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) কম্পাউন্ড মিশ্র দ্বৈতে বাংলাদেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন তপু রায় ও মেঘলা রানী। পদক জয়ের লড়াইয়ে স্বাগতিক ইরাকের আর্চারদের হারিয়েছে বাংলাদেশ।