নতুন জার্সিতে মিরাজ-শান্তরা

Looks like you've blocked notifications!
নতুন জার্সিতে ক্রিকেটাররা। ছবি : এনটিভি

ওয়ানডে বিশ্বকাপের পর দীর্ঘদিন স্পন্সর ছাড়া জার্সিতে খেলেছিল বাংলাদেশ। চলতি মাস থেকে বাংলাদেশ ক্রিকেটের স্পন্সর হয়েছে টেলিকম কোম্পানি রবি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়েই রবি’র লগো সম্বলিত নতুন জার্সিতে দেখা যাবে ক্রিকেটারদের। 

মাঠের লড়াই শুরুর আগে মিরাজ-শান্তদের উপস্থিতিতে জমকালো আয়োজনের মাধ্যমে নতুন জার্সি উন্মোচিত হলো। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে নতুন জার্সি উন্মোচন করা হয়। বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নারী ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা নাহিদা আক্তার, মারুফা আক্তারসহ অনূর্ধ্ব দলের ক্রিকেটারদের উপস্থিতিতে নতুন জার্সি উন্মোচন করা হয়েছে।

জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব দলের জার্সির স্পন্সরও রবি। আগামী ৪ মার্চ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দুদলের মধ্যে অনুষ্ঠিত হবে সমানসংখ্যক ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ। এ সিরিজ থেকেই নতুন জার্সি পরে খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

রবি’র চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, “বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে আবারও যুক্ত হতে পেরে আমরা গর্বিত। অতীতে রবি ক্রিকেটের সাথে যুক্ত হয়ে দেশের জয়ে স্মরণীয় যে সাফল্য এসেছে, ভবিষ্যতেও সেই ধারা বজায় থাকবে বলে আশাবাদী। বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরে ‘পারবে তুমিও’-এর চেতনাকে ধারণ করে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”

২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত রবি বিসিবির স্পনসর হিসেবে যুক্ত ছিল। এই সময়ের মধ্যে জাতীয় ক্রিকেট দল পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং ভারতের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক ওয়ানডে সিরিজ জয়ের স্মরণীয় সাফল্য অর্জন করে। ২০১৬ সালে এশিয়া কাপে রানার্সআপ হয় এবং ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসির একটি বড় ইভেন্টের সেমিফাইনালে জায়গা করে নেয়।