অবশেষে চ্যাম্পিয়নের তকমা পেলেন মুশফিক-মাহমুদউল্লাহ

Looks like you've blocked notifications!
মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : বিসিবি

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ—বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসের অন্যতম সেরা দুই ক্রিকেটার। যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম আসর থেকেই বিভিন্ন দলের হয়ে খেলে আসছেন। তবে, অবাক করার বিষয় হলো নানা সময়ে মাশরাফী, তামিম ও সাকিবরা চ্যাম্পিয়নের তকমা পেলেও কখনও শিরোপার স্বাদ পাননি মুশফিক-মাহমুদউল্লাহ। এবার বরিশালের জার্সিতে সেই আক্ষেপ ঘুচালো এই দুই তারকা ক্রিকেটার।

২০১৯ সালে প্রথমবারের মতো ফাইনাল খেলেন মুশফিক। সেবার রাজশাহী রয়্যালসকে ফাইনালে তুললেও  শিরোপা জেতা হয়নি। সবশেষ আসরে আরেকবার ফাইনালের মঞ্চে ওঠে মুশফিকের দল। গত আসরে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে খেলেন তিনি। ফাইনালে ৪৮ বলে ৭৪ রানের ইনিংস খেললেও খালি হাতেই ফিরতে হয় মুশফিককে।

অন্যদিকে, বিপিএলের প্রথম তিন আসরেই টানা দুইবার ফাইনাল খেলেছেন মাহমুদউল্লাহ। ২০১৩ সালে চিটাগং কিংসের হয়ে ফাইনাল খেলেছেন তিনি। সেবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে ৪৩ রানে হারে তার দল। ২০১৫ সালের বরিশাল বুলসের হয়ে খেলেন রিয়াদ। সেবার আসরে কুমিল্লার বিপক্ষে হেরে শেষ হয় শিরোপার আশা।

মাশরাফি বিন মুর্তজা অধিনায়ক হিসেবে জিতেছেন চারটি বিপিএল। সাকিব আল হাসানও একাধিকবার পেয়েছেন ট্রফির ছোঁয়া। কুমিল্লার হয়ে ষষ্ঠ আসরে চ্যাম্পিয়ন হয়েছেন তামিম ইকবাল। এবার হলেন বরিশালের অধিনায়ক হিসেবে।