মৌসুমে মায়ামির প্রথম হার দেখলেন মেসি

Looks like you've blocked notifications!
মায়ামি বনাম মন্ট্রিয়াল ম্যাচ। ছবি : এএফপি

টানা তিন জয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল ইন্টার মায়ামি। তবে, চতুর্থ ম্যাচে এসেই হোঁচট খেল মেসিবিহীন দলটি। সিএফ মন্ট্রিয়ালের কাছে ৩-২ গোলে হেরেছে মায়ামি।

আজ সোমবার (১১ মার্চ) মেজর লিগ সকারে সিএফ মন্ট্রিয়ালের মুখোমুখি হয় মায়ামি। চোট আক্রান্ত মেসিকে ছাড়া খেলতে নেমে জয় পায়নি মায়ামি। গ্যালারিতে বসেই মৌসুমের প্রথম হার দেখলেন আর্জেন্টাইন কিংবদন্তি।

এদিন ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে মায়ামি। ম্যাচের ১৩ মিনিটের মাথায় মন্ট্রিয়ালের ফার্নান্দো আলভারেজ গোল করে এগিয়ে নেন দলকে। বাকি সময়ে আক্রমণ করেও সমতায় ফিরতে পারেনি মায়ামি। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

এরপর ম্যাচের ৭১ থেকে ৮০তম মিনিটের মধ্যে চারটি গোল হয়। দুটি করে গোল করে মায়ামি, দুটি করে মন্ট্রিয়াল। ৭১তম মিনিটে মায়ামির লিওনার্দো কাম্পানা গোল করে সমতা ফেরান। তবে ৭৫ মিনিটে মন্ট্রিয়ালের মাতিয়াস কোকারো গোল করে ফের এগিয়ে নেন দলকে।

সেই ব্যবধান আরও বাড়ে ৭৮তম মিনিটে সুনুসি ইব্রাহিমের গোলে। ৩-১ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি টাটা মার্টিনো শিষ্যরা। ম্যাচের ৮০তম মিনিটে জর্ডি আলবা গোল করে করে ব্যবধান কমান। কিন্তু বাকি সময়ে হার এড়াতে পারেননি দলটি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ন্যাশভিল এফসির বিপক্ষের ম্যাচে চোটে পড়েন মেসি। যার ফলে তাকে নামানো হয়নি। শুধু তাই নয়, সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজকেও অল্প সময় খেলানো হয়। মূলত কনকাকাফের ফিরতি লেগের ম্যাচকে মাথায় রেখেই মেসিকে বিশ্রাম দেওয়ার পাশাপাশি বুসকেটস ও সুয়ারেজকে কম খেলানো হয়।