রোজার জন্য পিএসএলের সময়ে পরিবর্তন
বছর ঘুরে আবার এসেছে পবিত্র রমজান মাস। মুসলিম বিশ্বের জন্য এক মহিমান্বিত মাস রমজান। এই মাসকে ঘিরে ইবাদত করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। রোজার আমেজ লেগেছে ক্রিকেট অঙ্গনেও। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচিতে পরিবর্তন এনেছে পিসিবি।
পিসিবির বিবৃতি অনুযায়ী, রাতের ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় রাত ৯টা থেকে। আর টস হবে এর আধঘণ্টা আগে। প্রথম পর্বে অবশ্য খুব বেশি ম্যাচ বাকি নেই। ১২ মার্চ কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ও মুলতান সুলতান্সের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে এবারের আসরের লিগ পর্ব।
এর মধ্যে শীর্ষ দুটি স্থান দখল করে আছে মুলতান ও ইসলামাবাদ। তাদের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচে যারা জিতবে তারাই জায়গা করে নেবে ফাইনালে। পেশোয়ার ও কোয়েট্টা লড়বে প্রথম এলিমিনেটরে। পরাজিত দল নেবে বিদায়, বিজয়ী দল লড়বে কোয়ালিফায়ারের পরাজিত দলের সাথে দ্বিতীয় এলিমিনেটরে। দ্বিতীয় এলিমিনেটরের জয়ী দল পাবে ফাইনালের টিকিট।
আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে নক আউট পর্বের ম্যাচ। এলিমিনেটরের পরদিন অর্থাৎ ১৫ মার্চ প্রথম কোয়ালিফায়ার ও ১৬ মার্চ দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। আর বহুল প্রতীক্ষিত ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।