দেখে নিন আর্জেন্টিনার নতুন জার্সি

Looks like you've blocked notifications!
নতুন জার্সিতে দিবালা-মেসিরা। ছবি : এএফএ

আগামী জুনে শুরু হবে কোপা আমেরিকা। মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের আসরে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নের তকমাও লিওনেল মেসিদের গায়ে। আকাশী-নীলদের ফুটবল আকাশে এখন মধ্যাহ্নের সোনালি আভা। আসন্ন কোপা আমেরিকার আগে উন্মোচিত হওয়া নতুন জার্সিতেও তাই ফুটে উঠেছে স্বর্ণালি পরশ।

মেসিদের জার্সি প্রস্ততকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। আর্জেন্টিনার নতুন জার্সিতে অ্যাডিডাসের লোগো, আর্জেন্টিনার তিন তারকাসহ পুরো লোগো এবং বুকের মধ্যে বিশ্বকাপজয়ের স্মারক চিহ্ন—তিনটিই সম্পূর্ণ সোনালি রঙয়ে রাঙানো। চিরায়ত আকাশী-নীলের মাঝে সোনালি ছোঁয়া জার্সিতে এনেছে ভিন্নতা।

অ্যাওয়ে জার্সিও রাখা হয়েছে প্রায় আগের থিমেই। গাঢ় নীল রঙে আগাগোড়া মোড়ানো জার্সিতে ভিন্নতা দেখা গেছে স্ট্রাইপের ক্ষেত্রে। জার্সির নিচের দিকে দু’পাশে এবং শর্টসের ওপরের অংশের ডিজাইনে এসেছে ভিন্নতা। সেখানে রাখা হয়েছে আকাশী-নীলের ছাপ।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) একটি ভিডিওর মাধ্যমে নতুন জার্সি প্রকাশ করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

বিশাল কলেবরে কোপা আমেরিকার এবারের আসরটি আয়োজন করতে চলেছে যুক্তরাষ্ট্র। ১৪ শহরের ১৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচ। ২০ জুন আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হবে আসর, শেষ হবে ১৪ জুলাই।