যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত  

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : এএফপি

চলতি বছর জুনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের নবম বিশ্বকাপ বসবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। আসর শুরু হবে ২০২৪ সালের ৪ জুন। শেষ হবে ৩০ জুন। আসরে প্রথমবারের মতো অংশ নেবে ২০টি দল। এর আগে প্রস্তুতি হিসেবে বাংলাদেশ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি) আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বিষয়টি। চূড়ান্ত হয়েছে সিরিজের ম্যাচসংখ্যা ও সূচি। সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুদল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২১, ২৩ ও ২৫ মে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের প্রায়ারে ভিউ ক্রিকেট কমপ্লেক্সে।

এই সিরিজটি আন্তর্জাতিক সিরিজের মর্যাদা পাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানিয়েছে ইউএসএসি। ইউএসএসির চেয়ারম্যান ভেনু পিসিকে বলেন, ‘বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্টকে সামনে রেখে এই সিরিজ আমাদের কাজে দেবে। বাংলাদেশ ক্রিকেটকে ধন্যবাদ, তারা আমাদের সঙ্গে খেলবেন। তাদের পূর্ণ সমর্থন আমাদের ক্রিকেটকে এগিয়ে যেতে সহায়তা করবে।’

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলার আগে কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। সেই সিরিজ শুরু হবে আগামী ৭ এপ্রিল থেকে।