সেঞ্চুরির আক্ষেপ পোড়াচ্ছে না হৃদয়কে

Looks like you've blocked notifications!
ছবি : বিসিবি

যে কোনো ক্রিকেটারের কাছে সেঞ্চুরি পাওয়া মানে সবসময় বিশেষ। সেখানে তিন অঙ্কের দুয়ার থেকে শূন্য হাতে ফিরলে আক্ষেপ হওয়াটাই স্বাভাবিক। শ্রীলঙ্কার বিপক্ষে এই আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে তাওহীদ হৃদয়কে। শেষ দুই বলে দুই ছক্কা হাঁকিয়েও তার সম্ভব হয়নি লক্ষ্যে  যাওয়া। ৫০ ওভারের কোটা পূর্ণ হওয়ায় থামতে হয় অপরাজিত ৯৬ রানে। 

বাংলাদেশের ইনিংস শেষে হৃদয় যখন ফিরছিলেন ড্রেসিংরুমে তখন বেশ  হতাশা ঝাড়তে দেখা যায়। কিন্তু না, ম্যাচ শেষে তিনি জানালেন, সেঞ্চুরির আক্ষেপ মোটেও পোড়াচ্ছে না তাকে। 

গতকাল শুক্রবার (১৫ মার্চ) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয় নিজেই জানিয়েছেন ৪ রানের জন্য আক্ষেপ নেই তাঁর, 'দেখুন আমার কোনো আক্ষেপ নেই, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো প্রথম বলেও আউট হয়ে যেতে পারতাম। সর্বশেষ ম্যাচে রান করতে পারিনি, টি-টোয়েন্টিতেও দ্রুত আউট হয়ে গিয়েছি। আমার সব সময় পরিকল্পনা থাকে একটা শুরু যখন পেয়েছি, যতটুকু পারব দিনটাতে যেন ক্যারি করতে পারি।’

ইনিংসের ১৩ তম ওভারে ক্রিজে আসেন তাওহিদ। যখন স্কোরকার্ডে বাংলাদেশের রান ছিল ৭৫। সেখান থেকে শেষ পর্যন্ত দলকে টানতে পেরে সন্তুষ্ট তিনি। তরুণ এই ব্যাটার বলেন, 'মাথা যতটুকু কাজ করেছে, চেষ্টা করেছি খেলাটাকে শেষ করতে। যেহেতু ব্যাটসম্যান নাই, ব্যাটসম্যান থাকলে দৃশ্যপট ভিন্ন হতো। আমি আসলে শুধু ফিফটির পর না, যখন দেখেছি একটু পরপর উইকেট যাচ্ছে, তখন লক্ষ্যই ছিল খেলাটা শেষ করব। আমি সেট ব্যাটসম্যান, আমি খেলাটা শেষ করলে ভালো কিছু হবে।’

ম্যাচটিতে তাওহিদ খেলেছেন ১০২ বলে ৯৬ রান। যা সাজানো তিন বাউন্ডারি আর পাঁচ ছক্কায়। তার ব্যাটে চড়ে বাংলাদেশ পায় ২৮৬ রানের পুঁজি।  যদিও এই চ্যালেঞ্জিং পুঁজি টপকে তিন উইকেটের জয়ের স্বাধ পায় শ্রীলঙ্কা।