চোটে পড়ে আইপিএল শেষ বেরেনডর্ফের

Looks like you've blocked notifications!
জেসন বেরেনডর্ফ। ছবি : বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগেই ছিটকে গেলেন জেসন বেরেনডর্ফ। আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা ছিল অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের। ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট শুরুর আগে নেটে অনুশীলন করতে গিয়ে চোট পান বেরেনডর্ফ।

অস্ট্রেলিয়ার পার্থে গত সপ্তাহে অনুশীলন করতে গিয়ে বাম পায়ে বলের আঘাত পান বেরেনডর্ফ। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানিয়েছে, তাকে কমপক্ষে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। অসি ক্রিকেট দলের চিকিৎসকদের বরাতে বিষয়টি আজ মঙ্গলবার (১৯ মার্চ) নিশ্চিত করেছে ইএসপিএনক্রিকইনফো।

এতে কেবল আইপিএলই নয়, অনিশ্চিত হয়ে পড়েছে বেরেনডর্ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাও। বেরেনডর্ফ গত বছর অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। অসি এই পেসারকে আগামী জুন থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপেও হয়তো পাওয়া যাবে না। যদিও, বিশ্বকাপ শুরু হতে এখনও তিন মাস বাকি।

বেরেনডর্ফের পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার লুক উডকে।