ডিপিএলে তানভীরের ঘূর্ণি চমক

Looks like you've blocked notifications!
তানভীর ইসলাম। ছবি : ঢাকা আবাহনী

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ একটা দিন কাটালেন তানভীর ইসলাম। ঢাকা আবাহনীর স্পিনার তানভীর একাই ধসিয়ে দিলেন ব্রাদার্স ইউনিয়নকে। তার স্পিন ঘূর্ণিতে নাকাল হয় ব্রাদার্স। নারায়ণগঞ্জের ফতুল্লায় আজ বুধবার (২০ মার্চ) ব্রাদার্সকে আট উইকেটে হারিয়েছে আবাহনী।

আগে ব্যাট করতে নেমে ২১.৩ ওভারে মাত্র ৭১ রানে গুটিয়ে যায় ব্রাদার্স। যার নেপথ্যে ছিলেন আবাহনীর বাঁহাতি স্পিনার তানভীর। ছয় ওভার বল করে তিন মেডেনসহ মাত্র সাত রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তিনি। তার বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ব্রাদার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন রহমতউল্লাহ। ২৯ বলে ৩৫ রানের ইনিংসটি দলকে ৫০ রান পার হতে সাহায্য করে।

তবে, রহমতের ইনিংস ব্রাদার্সকে লজ্জার হাত থেকে বাঁচাতে পারেনি। ৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আবাহনী ১২.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়। ব্রাদার্সের নূর ১২ রানে দুই উইকেট নিলেও নাঈম শেখের ৩২ বলে ৩০ রান এবং আফিফ হোসেনের ২০ বলে অপরাজিত ২৩ রানে ভর দিয়ে সহজ জয় পায় আবাহনী।

দারুণ এক স্পেলের জন্য ম্যাচসেরার পুরস্কার ওঠে তানভীরের হাতেই।