তামিমকে ছেড়ে কোন দলে গেলেন মুশফিক, জানালেন নিজেই

Looks like you've blocked notifications!
মুশফিক ও তামিম। ছবি : এএফপি

তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে চর্চা হয়েছে গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) থেকেই। তামিমের রেগে যাওয়া, মুশফিকুর রহিমকে নিয়ে কড়া ভাষায় কথা বলা—সব মিলিয়ে জোর গুঞ্জন উঠেছিল সাকিবের পর এবার কি তাহলে মুশফিকের সঙ্গে দ্বন্দ্ব তামিমের?

ফাঁস হওয়া ফোনালাপে তামিম অভিযোগ তোলেন, মুশফিক তাকে ছেড়ে আলাদা দল গড়ছে? কিন্তু, কোথায় যাচ্ছেন তিনি? ধারণা করা হচ্ছিল, ফরচুন বরিশাল ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন মুশফিক। তবে, সব ধারণাই মিথ্যা প্রমাণিত হলো।

গতকালের ফোনালাপের বিস্তারিত নিয়ে আজ সন্ধ্যা ৭টায় ফেসবুক লাইভে আসার ঘোষণা দেন তামিম। সময় মতোই লাইভে আসেন তামিম। সঙ্গে নিয়ে আসেন মিরাজ, মুশফিক, মাহমুদউল্লাহকে। তাদের সঙ্গে ছিলেন নগদের প্রতিষ্ঠাতা তানভীর মিশুক। 

সেখানে জানা যায়, ফোনালাপটি ছিল মূলত নগদের একটি ক্যাম্পেইনের প্রমো। এবারের ইদুল ফিতর উপলক্ষে ২৪ জন ভাগ্যবান ঢাকায় জমি পাবেন। সেজন্য শর্ত হলো, অন্তত দুজনের একটি দল গড়তে হবে। সেখানেই তামিমকে ছেড়ে আলাদা দলে গেলেন মুশফিক।

তামিমের লাইভে মুশফিক বলেন, ‘আমার তো একটা আলাদা দল আছে। নগদ ইসলামিক। তাই, আমি সেখানে আছি।’