অবশেষে জানা গেল তামিমের ভাইরাল ফোনালাপের রহস্য

Looks like you've blocked notifications!
ছবি : তামিমের ফেসবুক লাইভ থেকে নেওয়া স্ক্রিনশট।

তামিম ইকবালকে নিয়ে এমনিতেই সমালোচনার ঝড় বইছিল। সেই ঝড়ের মাত্রা বেড়ে যায় গতকাল মঙ্গলবার (১৯ মার্চ)। হঠাৎ করে ফাঁস হয় মেহেদী হাসান মিরাজের সঙ্গে তামিমের গোপন ফোনালাপ। রাতারাতি ভাইরাল হয় সেই কথোপকথন। যেখানে শোনা যায়, তামিমকে বাদ দিয়ে নতুন দল গড়ার ফন্দি আঁটছেন মুশফিকুর রহিম। যা নিয়ে তামিম ভীষণ চটেছেন।

গতকালের ফোনালাপের বিস্তারিত নিয়ে আজ সন্ধ্যা ৭টায় ফেসবুক লাইভে আসার ঘোষণা দেন তামিম। সময় মতোই লাইভে আসেন তামিম। সঙ্গে নিয়ে আসেন মিরাজ, মুশফিক, মাহমুদউল্লাহকে। তাদের সঙ্গে ছিলেন নগদের প্রতিষ্ঠাতা তানভীর মিশুক। 

সেখানে জানা যায়, ফোনালাপটি ছিল মূলত নগদের একটি ক্যাম্পেইনের প্রমো। এবারের ইদুল ফিতর উপলক্ষে ২৪ জন ভাগ্যবান ঢাকায় জমি পাবেন। সেজন্য শর্ত হলো, অন্তত দুজনের একটি দল গড়তে হবে। সেখানেই তামিমকে ছেড়ে আলাদা দলে গেলেন মুশফিক।

যার অংশ হিসেবেই এই ফোনালাপের নাটক সাজানো হয়। বোকা বানানো হয় ক্রিকেটপ্রেমীদের। কোন দলে গেলেন মুশফিক, সেটিও জানালেন তিনি।

তামিমের লাইভে মুশফিক বলেন, ‘আমার তো একটা আলাদা দল আছে। নগদ ইসলামিক। তাই, আমি সেখানে আছি।’