বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টের টিকিট মূল্য প্রকাশ

Looks like you've blocked notifications!
সাদা পোশাকে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ছবি : এএফপি

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশের চোখ এখন সাদা পোশাকে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামীকাল শুক্রবার (২২ মার্চ) থেকে। এর আগে প্রকাশিত হলো প্রথম টেস্টের টিকিটের মূল্য তালিকা। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, ২২-২৬ মার্চ। ৩০ মার্চ-৩ এপ্রিল চট্টগ্রামে হবে সিরিজের শেষ টেস্ট। দুটি ম্যাচই শুরু হবে সকাল ১০টা থেকে।

সিলেট টেস্টের টিকিট মূল্য প্রকাশ করেছে বিসিবি। ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা। ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হল এরিয়ায় ১০০ টাকায় দেখা যাবে ম্যাচটি। ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।

এ ছাড়া, ক্লাব হাউজে বসে টেস্ট ম্যাচটি দেখতে একজন দর্শককে খরচ করতে হবে ৩০০ টাকা। সবচেয়ে বেশি খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে। সেখানে টিকিট প্রতি গুণতে হবে এক হাজার টাকা করে।

ম্যাচ ডের আগের দিন ও ম্যাচ ডের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাগে ৪টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। আগ্রহী দর্শকরা ভেন্যুর মেইন গেট কাউন্টার এবং সিলেট জেলা স্টেডিয়ামের মেইন গেট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।