কোচও জানেন না ফিলিস্তিনের কাছে ভরাডুবির কারণ!

Looks like you've blocked notifications!
বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচ, ইনসেটে কোচ কাবরেরা। ছবি : বাফুফে

সৌদি আরবে দুই সপ্তাহের প্রস্তুতি, সম্ভাব্য সব সুযোগ-সুবিধা, সেরা দল, প্রবল আত্মবিশ্বাস—কোনোটিই কাজে আসলো না ফিলিস্তিন ম্যাচে। ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর এশিয়া অঞ্চলের প্রাক-বাছাইয়ের দ্বিতীয় পর্বে ফিলিস্তিনকে মোকাবিলা করে বাংলাদেশ। কুয়েতের নিরপেক্ষ ভেন্যুতে বৃহস্পতিবার দিনগত রাতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ হার মানে ৫-০ ব্যবধানে।

এত ভালো প্রস্তুতির পর কেন এমন হার, প্রশ্নের উত্তর নেই খোদ কোচ হাভিয়ের কাবরেরার কাছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ জানান, ছেলেরা প্রথম ৪০ মিনিট ভালোই খেলেছে। যথেষ্ট লড়াই করেছে। এখন খুঁজে বের করতে হবে, কোথায় কোন ভুল হলো এবং কেন হলো?

কাবরেরা বলেন— ‘আমরা জানতাম, ফিলিস্তিনের বিপক্ষে একটা সময় আমাদের লড়তে হবে। তারা আক্রমণের ঝড় তুলবে। তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে। এই বাস্তবতা আমাদের মানতে হবে। তবে, এতটা খারাপ কেন হলো, কোথায় ভুল হলো এটি খুঁজে বের করতে হবে আমাদের। সেখানে উন্নতি করতে হবে। নিজেদের সক্ষমতা বাড়াতে হবে ছেলেদের। কারণ, এমন হারে আত্মবিশ্বাসে ভাঙন ধরাটা স্বাভাবিক।’

এতে অবশ্য হাল ছাড়ছেন না কাবরেরা। তিনি আরও যোগ করেন, ‘এখন যা হওয়ার হয়েছে। বড় ব্যবধানে ম্যাচ হেরেছি। তাই বলে, আমাদের থেমে গেলে চলবে না। ম্যাচ বিশ্লেষণ করতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। আশাকরি ঘরের মাঠে ফিলিস্তিনের (২৬ মার্চ) বিপক্ষে আমরা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারব।’