জার্সিতে নেই বিয়ারের বিজ্ঞাপন, প্রশংসায় ভাসছেন মুস্তাফিজ
আইপিএলের উদ্বোধনী ম্যাচে অবিশ্বাস্য বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হয়ে আইপিএল অভিষেকে জাত চেনালেন এই তারকা পেসার। তবে, ম্যাচের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় মুস্তাফিজের জার্সি। সতীর্থদের জার্সিতে বিয়ারের বিজ্ঞাপণ থাকলেও মুস্তাফিজের জার্সিতে তেমনটা দেখা যায়নি। যা নিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন ২৮ বছর বয়সী এই পেসার।
চেন্নাইয়ের জার্সির দুই হাতার অংশে আইপিএলের লোগোসহ চারটি বিজ্ঞাপন ছিল। যেখানে একটি মদ কোম্পানির বিজ্ঞাপনও ছিল। তবে মুস্তাফিজের জার্সিতে মদ কোম্পানির বিজ্ঞাপন ছিল না। সেটি বাদে বাকি তিনটি বিজ্ঞাপনই ছিল।
ম্যাচে যারা বাঁহাতি রয়েছে তাদের জার্সির ডান হাতায় দেখা গেছে সেই লোগো। একইভাবে সিএসকের উইকেট কিপার ব্যাটার ধোনির বামহাতে ছিল সেই লোগো। কারণ, ধোনি ডানহাতি ব্যাটার। তাই, সে অনুযায়ী ফিজের ডান হাতেই অ্যালকোহল কোম্পানির সেই লোগো থাকার কথা ছিল।
জার্সিতে যে লোগেটি ছিল সেটি ভারতের এসএনজে গ্রুপের অ্যালকোহলিক পণ্য এসএনজে-১০০০০ এর। কোম্পানিটি চেন্নাই সুপার কিংসের স্পন্সর হিসেবে আছে লম্বা সময় ধরে। সবশেষ ২০২২ সালে নতুন করে তিন বছরের জন্য সিএসকের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছিল এই কোম্পানি। সেই সুবাদে অ্যালকোহল উৎপাদনকারী এই প্রতিষ্ঠানের লোগো জায়গা করে নেয় চেন্নাইয়ের জার্সিতে। এর আগে চেন্নাইয়ের আরেক মুসলিম ক্রিকেটার মঈন আলীও মাঠে নেমেছিলেন এই কোম্পানির লোগো ছাড়া।