মুম্বাইকে মাঝারি লক্ষ্য দিল গুজরাট

Looks like you've blocked notifications!
গুজরাট-মুম্বাই ম্যাচের দৃশ্য। ছবি : বিসিসিআই

গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে নেমেছে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে দুদলেরই এটি প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে আজ রোববার (২৪ মার্চ) মুম্বাইকে ১৬৯ রানের লক্ষ্য দিল শুভমান গিলের গুজরাট। টস জিতে বোলিং বেছে নেয় মুম্বাই। ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৮ রান জমা করে গুজরাট।

উদ্বোধনী জুটিতে গিল ও ঋদ্ধিমান সাহা মিলে যোগ করেন ৩১ রান। ১৫ বলে ১৯ রান করে জসপ্রীত বুমরাহর বলে বোল্ড হন সাহা। অধিনায়ক গিলের ব্যাট থেকে আসে ২২ বলে ৩১ রান। তবে, আজমতউল্লাহ ওমরজাই ও ররেডভিড মিলার সুবিধা করতে পারেননি। ওমর ১৭ ও মিলার ১২ রান করে সাজঘরে ফেরেন। সাহার পর মিলারের উইকেটও পান বুমরাহ।

একদিকে উইকেট আগলে রাখেন সাই সুদর্শন। যদিও, তার ইনিংস ঠিক টি-টোয়েন্টিসুলভ ছিল না। ৩৯ বলে ৪৫ রান করে তিনিও পরিণত হন বুমরাহর শিকারে। বুমরাহর গতির ঝড়ে নাকাল হন গুজরাটের ব্যাটাররা। শেষ দিকে রাহুল টেওয়াতিয়ার ক্যামিও দলটিকে এনে দেয় লড়াইয়ের পুঁজি। রাহুলের ব্যাট থেকে আসে ১৫ বলে ২২ রানের ইনিংস।

মুম্বাইয়ের পক্ষে চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে তিন উইকেট শিকার করেন বুমরাহ। জেরাল্ড কোয়েৎজে পান দুই উইকেট।