আশা জাগিয়ে মিরাজের বিদায়, লড়ছেন মমিনুল

Looks like you've blocked notifications!
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ। ছবি : বিসিবি

লক্ষ্যটা ৫১১ রান, টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে এত রান করার রেকর্ড নেই কারও। সেই অসম্ভবকে সম্ভব করতে গিয়ে রীতিমত মুখ থুবড়ে পড়েছে শান্ত-লিটনরা। সিলেট টেস্টের দুইদিন বাকি থাকলেও ছয় উইকেট হারিয়ে হারের অপেক্ষায় বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতে তাইজুলের উইকেট হারালেও মিরাজ-মমিনুলের ব্যাটে হারের ব্যবধান কমায় বাংলাদেশ। কিন্তু এই দুইজনের ৬৬ রানের প্রতিরোধ ভাঙলেন রাজিথা।

আশা জাগিয়ে ফিরলেন মিরাজ

৬১ রানে পড়ে ষষ্ঠ উইকেট। তার পর প্রতিরোধ গড়ে খেলছিলেন মেহেদী হাসান মিরাজ ও মুমিনুল হক। দু’জনের ব্যাটেই দলের স্কোর একশ ছাড়িয়েছে। এই জুটি ভাঙতে দুটি রিভিউ নষ্ট করে শ্রীলঙ্কান দল। লাঞ্চের আগে ৩৩তম ওভারে ৬৬ রানের এই জুটি ভেঙে দেন কাসুন রাজিথা! তার বলে ড্রাইভ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে তালুবন্দি হয়েছেন মিরাজ। ফেরার আগে এই অলরাউন্ডার ৫০ বলে ৩৩ রান করেছেন।  তাতে ছিল ৬টি চারের মার।

দিনের শুরুতেই সাজঘরে ফিরলেন তাইজুল

পাহাড়সম চাপ নিয়ে আজ সোমবার (২৫ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। যদিও শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দিনের তৃতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন তাইজুল। কাসুন রাজিথার ইনসুইং ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। ১৫ বল খেলে ৬ রান করেন তিনি।

বিশাল ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ

দৃষ্টিকটু ব্যাটিংয়ে তৃতীয় দিন শেষেই সিলেট টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারের শঙ্কায় আছে বাংলাদেশ। আয়ারল্যান্ড, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতেছিল তারা। যদিও বছর শেষ হয়েছে কিউইদের কাছে হেরে। কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে সিলেট টেস্ট রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছে তাদের। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা আত্মাহুতি দিয়েছেন। ৫১১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৭ রান তুলতেই স্বাগতিকরা হারিয়েছে ৫ উইকেট। এই অবস্থায় সোমবার প্রথম সেশনেই হার চোখ রাঙাচ্ছে নাজমুল হোসেন শান্তর দলকে।