মুম্বাইকে হতাশায় ডুবিয়ে নতুন রেকর্ড গড়ল হায়দরাবাদ

Looks like you've blocked notifications!
হায়দরাবাদ-মুম্বাই ম্যাচ। ছবি : এএফপি

ইনিংসের ১৯.৩ ওভারে শামস মুলানির বলে মিড অনে বিশাল এক ছক্কা হাঁকান হেনরিক ক্লাসেন। তাতে ভেঙে যায় আইপিএলের ১১ বছর পুরোনো রেকর্ড। রেকর্ড বই ওলটপালট করে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান এখন তাদের দখলে। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের রীতিমতো কচুকাটা করে ২০ ওভারে দলটি তুলেছে তিন উইকেটে ২৭৭ রান।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নেয় মুম্বাই। তখনও কি জানত দলটি, পরের ২০ ওভার অপেক্ষা করছে বিভীষিকা! আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়বে হায়দরাবাদ, তাদেরই লজ্জায় ফেলে।

চলতি আসরের অষ্টম ম্যাচে আজ বুধবার (২৭ মার্চ) মুখোমুখি হয়েছে হায়দরাবাদ ও মুম্বাই। টস হেরে আগে ব্যাট করাটা শাপেবর হয়েছে হায়দরাবাদের জন্য। তাদের করা ২৭৭ রানে ভেঙেছে ১১ বছর আগের রেকর্ড। আজকের আগে আইপিএলের এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে পাঁচ উইকেটে ২৬৩ রান তুলেছিল আরসিবি। সে ম্যাচে করা ক্রিস গেইলের ৬৬ বলে ১৭৫ রানের অতিমানবীয় ইনিংস এখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

আজকের ম্যাচে শুরু থেকেই মুম্বাইয়ের বোলারদের ওপর চড়াও হন হায়দরাবাদের ব্যাটাররা। ওপেনিং জুটিতে মায়াঙ্ক আগারওয়াল ও ট্রাভিস হেড মিলে ২৫ বলে ৪৫ রান তোলেন। ১৩ বলে ১১ করে হার্দিক পান্ডিয়ার বলে ফিরে যান মায়াঙ্ক। তবে, ঝড় তোলেন হেড। ২৪ বলে ৯টি চার ও তিনটি ছক্কায় ৬২ রান আসে হেডের ব্যাট থেকে। জেরাল্ড কোয়েৎজের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।

অভিষেক শর্মা খেলেন ২৩ বলে ৬৩ রানের আরেকটি ঝড়ো ইনিংস। অভিষেক চার মেরেছেন তিনটি, ছক্কা সাতটি। তিনি বিদায় পীযূষ চাওলার বলে আউট হয়ে। তৃতীয় ও শেষ ব্যাটার হিসেবে আউট হন অভিষেক। অব্যাহত থাকে মুম্বাইয়ের বোলারদের হায়দরাবাদ ব্যাটারদের তুলোধুনা। এইডেন মার্করাম ও ক্লাসেন মিলে শেষ ৯ ওভারে গড়েন অবিচ্ছিন্ন ১১৬ রানের জুটি। ২৮ বলে ৪২ রানে অপরাজিত থাকেন মার্করাম।

মার্করামকে এক পাশে রেখে ঝড় বইয়ে দেন ক্লাসেন। চারটি চার ও সাতটি ছক্কায় ৩৪ বলে ৮০ রানে অপরাজিত থাকেন তিনি। তাতে হায়দরাবাদ পায় ইতিহাস গড়ার স্বাদ।