সাকিবের মতে, অনেক বড় নেতা হবে শান্ত

Looks like you've blocked notifications!
শান্ত ও সাকিব। ছবি : এএফপি

দেশের ক্রিকেটে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। যে অধ্যায়ের নাম নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটারের কাঁধে তিন ফরম্যাটেই নেতৃত্বের গুরুদায়িত্ব। পাকাপোক্তভাবে অধিনায়ক হওয়ার আগে শান্ত ছিলেন খণ্ডকালীন দলনেতার ভূমিকায়। যে ভূমিকায় লেটার মার্ক পেয়ে পাস করেছেন তিনি। যার কাছ থেকে নেতৃত্ব নিয়েছেন, সেই সাকিব আল হাসানও বলছেন—শান্ত একদিন অনেক বড় নেতা হবে।

অধিনায়ক হয়ে ওঠার আগে শান্তকে হয়ে উঠতে হতো সবার আস্থাভাজন। নেতা হওয়া অসম্ভব কিছু নয়, কিন্তু আস্থা অর্জন করাটা ভীষণ জরুরি। এই জায়গাতে শান্ত সফল। দলের সবার পছন্দের জায়গায় নিজেকে নিতে পেরেছেন। সাকিবও জানালেন, সবার সমর্থন পেলে শান্ত অনেক দূর যাবে।

রূপায়ণ সিটি উত্তরার সঙ্গে ঢাকায় একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সাকিব বলেন, ‘শান্ত ক্যারিয়ারের খুবই শুরুর দিকে আছে। আমি নিশ্চিত বিসিবি তাকে দীর্ঘ সময়ের কথা চিন্তা করেই অধিনায়কত্ব দিয়েছে। তার শুরুটা খুব ভালো হয়েছে। কিছু রেজাল্ট তার পক্ষে এসেছে। সবার সাপোর্ট থাকলে আমার ধারণা সে ভালো একজন নেতা হবে।’

শান্তর কাছেও অনুপ্রেরণার নাম সাকিব। সাকিবকে নিয়ে মুগ্ধতার কথা জানিয়ে তিনি বলেছিলেন, ‘সাকিবের অধিনায়কত্ব, পরিকল্পনা, মাঠে সবাইকে নিয়ন্ত্রণ করা— সবই খুব উপভোগ করি। চেষ্টা করব আমার যতটুকু অভিজ্ঞতা আছে এবং আমার যে জিনিসগুলো বড় ভাইদের কাছ থেকে শিখেছি সেগুলো ভালোভাবে কাজে লাগানোর।’