হায়দরাবাদের কাছে লজ্জার হারের পরও যা বললেন পান্ডিয়া 

Looks like you've blocked notifications!
হার্দিক পান্ডিয়া। ছবি : এএফপি

একটু স্কোরবোর্ডে তাকাই। সানরাইজার্স হায়দরাবাদ ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২৭৭ করেছে। আইপিএলের ১৭ বছরের ইতিহাসে যা এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড। অল্পের জন্য ৩০০ রান হয়নি! আইপিএলে বুধবার (২৭ মার্চ) মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ। মুম্বাইয়ের বোলারদের নাকানি-চুবানি খাইয়ে এই রান তোলে দলটি। তবু, মুম্বাই অধিনায়ক পান্ডিয়া জানালেন, তার দল না কি ভালো বোলিং করেছে!

আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন তারা। রোহিত শর্মা হাত ধরে এসেছে একের পর এক সাফল্য। সেই রোহিতকে সরিয়ে চলতি আসরে মুম্বাইয়ের অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে।

পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে মেনে নিতে পারেননি মুম্বাইয়ের ভক্তরা। তাকে দেখলে দুয়ো দেওয়ার তো আছেই, ঘটেছে স্ক্রিনে তার ছবি ভেসে আসার পর সেখানে ভক্তদের জুতা ছুড়ে মারার মতো ঘটনাও। অধিনায়ক হিসেবে প্রথম দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন সঠিকভাবে দল পরিচালনা করতে। আর গতকাল তো রীতিমতো হলেন লজ্জার ইতিহাসের সাক্ষী।

২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খারাপ খেলেনি মুম্বাই। ২৪৬ পর্যন্ত করেছে দলটি। এমন ম্যাচে ব্যর্থ অধিনায়ক পান্ডিয়ার ব্যাট। ২০ বলে ২৪ রানের মন্থর ইনিংস খেলে হয়েছেন সমালোচিত। তবে, ম্যাচ শেষে পান্ডিয়া জানান, তার দল ভালোই বোলিং করেছে।

পান্ডিয়া বলেন, ‘এই পিচ ব্যাটিংয়ের জন্য খুব ভালো। কোনো দল যদি এখানে এত রান করে, তাহলে ধরে নিতে হবে তারা চমৎকার ব্যাটিং করেছে। সেই সময় আসলে বোলারদের কিছু করার থাকে না। আমার মনে হয়, আমাদের বোলাররা ভালোই বল করেছে।’