দ্বিতীয় টেস্টের উইকেট নিয়ে যে ধারণা দিলেন নিক পোথাস

Looks like you've blocked notifications!
সংবাদ সম্মেলনে নিক পোথাস। ছবি : বিসিবি

সিলেটের উইকেট যথেষ্ট স্পোর্টিং ছিল। ব্যাটার ও বোলারদের জন্য ভালো করার উপাদান ছিল। শ্রীলঙ্কা সেটি কাজে লাগালেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ফলে, হারতে হয়েছে ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট হেরে সিরিজ জেতার সম্ভাবনা শেষ বাংলাদেশের। লক্ষ্য এখন সিরিজ বাঁচানো। যেখানে জয়ের কোনো বিকল্প নেই। ড্র করলেও ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেবে সফররত শ্রীলঙ্কা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল শনিবার (৩০ মার্চ) থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এমন ম্যাচে কেমন হতে পারে পিচ, তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের সহকারি কোচ নিক পোথাসকে।

ব্যক্তিগত কারণে শেষ টেস্টে দলের সঙ্গে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ সময় অস্ট্রেলিয়া থাকবেন তিনি। হাথুরুসিংহের অনুপস্থিতিতে দায়িত্ব সামলাবেন পোথাস।

চট্টগ্রামের উইকেট নিয়ে সংবাদ সম্মেলনে আজ পোথাস বলেন–‘কিউরেটর, মাঠকর্মী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং ও উইকেট দেখে যতটুকু বুঝেছি, স্পোর্টিং উইকেট হবে। যে ধরনের উইকেট চায় ক্রিকেটাররা, তেমন উইকটেই খেলা হবে। বাকিটা মাঠে বোঝা যাবে। ক্রিকেটাররা জানে এমন উইকেটে কিভাবে খেলতে হয়। তবে, এটা সত্যি আগের ম্যাচে স্পোর্টিং উইকেট পেয়েও আমরা ভালো করতে পারিনি। আমি বিশ্বাস করি, চট্টগ্রামে ছেলেরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে।’

এ ম্যাচের আগে পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। দলের সঙ্গে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান। গত বছর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে তিনি ফের দলে ফিরছেন। সাকিবকে জায়গায় করে দিতে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়। বাদ পড়েছেন সিলেট টেস্টে দলে থাকা পেসার মুশফিক হাসান। তার পরিবর্তে স্কোয়াডে এসেছেন হাসান মাহমুদ।