বাবরকে ফের অধিনায়কত্ব দেওয়ায় খুশি নন আফ্রিদি

Looks like you've blocked notifications!
বাবর আজম ও শহীদ আফ্রিদি। ছবি : বাবর ও আফ্রিদির অফিসিয়াল ফেসবুক পেজ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যেন চিরায়ত এক নাটক। ক্রমাগত নাটক চলতেই থাকে। সেই নাটকে নতুন সংযোজন রঙিন পোশাকে অধিনায়ক। বিশ্বকাপ ব্যর্থতায় যে বাবর আজমকে ছাড়তে হয় অধিনায়কত্ব, সেই বাবরই কয়েক মাসের ব্যবধানে ফের পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।

বাবরকে অধিনায়ক করায় জায়গা ছেড়ে দিতে হয়েছে শাহিন আফ্রিদিকে। তবে এটি নিয়ে নাখোশ সাবেক পাকিস্তানি অধিনায়ক ও কিংবদন্তি শহীদ আফ্রিদি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, বাবরকে পুনরায় অধিনায়ক করাটা পছন্দ হয়নি আফ্রিদির। 

আফ্রিদি বলেন, ‘কী ভেবে ক্রিকেট বোর্ডে থাকা ঊর্ধ্বতনরা এমন সিদ্ধান্ত নিল জানি না। বাবরের চেয়ে ভালো বিকল্প ছিল দলে। অন্তত মোহাম্মদ রিজওয়ানকে দায়িত্ব দেওয়া যেত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন সিদ্ধান্ত কেন নিয়েছে, তা বোর্ডই ভালো জানে।’

আফ্রিদি আরও জানিয়েছেন— তিনি বিশ্বাস করেন, পাকিস্তান ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে, বোর্ডের এই সিদ্ধান্তের প্রতি তিনি পূর্ণ আস্থাশীল। বাবরের প্রতিও সমর্থন রয়েছে আফ্রিদির।