টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত স্টোকসের

Looks like you've blocked notifications!
বেন স্টোকস। ছবি : এএফপি

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ফিফটি হাঁকিয়ে ইংল্যান্ডকে শিরোপা জয়ের স্বাদ দিয়েছিলেন বেন স্টোকস। জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ইংলিশদের জন্য শিরোপা ধরে রাখার মিশন। সেই মিশনে কি না বেন স্টোকসের সার্ভিস পাবে না বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের ঠিক দুই মাস আগে না খেলার সিদ্ধান্ত নিলেন ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) এক বিবৃতির মাধ্যমে বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে রাখতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে অনুরোধ করে স্টোকস। মূলত, হাঁটুর চোট কাটিয়ে উঠতে না পারায় বিশ্বকাপ থেকে স্টোকস সরে দাঁড়িয়েছে বলে আরেকটি বিবৃতিতে নিশ্চিত করেছে ইসিবি।

উক্ত বিবৃতিতে বলা হয়, ‘আমি কঠোর পরিশ্রম করছি, এবং ক্রিকেটের সব ফরম্যাটে এক পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। সেজন্য আমি আমার বোলিংয়ে বাড়তি মনোযোগ দিতে চাই। আইপিএলের পর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া মোটেও সহজ ছিল না আমার জন্য। তবে, আমি বিশ্বাস করি, এই আত্নত্যাগগুলো আমাকে পরিপূর্ণ অলরাউন্ডার বানাবে।’

বিশ্বকাপ শেষে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ইংলিশরা। চোট কাটিয়ে সেই সিরিজ দিয়ে ছন্দে ফেরার আশা করছেন স্টোকস। এর আগে, গত ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ইংল্যান্ড, সেই সিরিজে দলে থাকলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি এই তারকা ক্রিকেটার।