টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের ওপর বিরক্ত আইসিসি
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে খুব বেশি দেরি নেই। আগামী ১ জুন থেকে শুরু হবে ক্ষুদ্র সংস্করণের বিশ্বকাপের নবম আসর। প্রথমবারের মতো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথ আয়োজক দেশটি। তবে, আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছে আইসিসি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নাখোশ হওয়ার অন্যতম কারণ, দেশটির ব্যবস্থাপনা সংক্রান্ত অনিয়ম। অনিয়মের অভিযোগ এনেছে দেশটির অলিম্পিক ও প্যারা-অলিম্পিক কমিটি। আইসিসিও আমলে নিয়েছে বিষয়টি। এর আগেও তাদের কাছে যুক্তরাষ্ট্র ক্রিকেট নিয়ে অভিযোগ এসেছিল।
মার্কিন ক্রিকেট নিয়ে মূল অভিযোগ অনিয়মের। এ ছাড়া, আইসিসির নিয়মের বাইরে গিয়ে তারা একাধিক কাজ করেছে। এমনকি হস্তক্ষেপ করেছে অন্যান্য ফেডারেশনেও। সবমিলিয়ে বিরক্ত আইসিসি।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজে আজ শুক্রবার (৫ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ মার্চ আইসিসির বোর্ড সভায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের ক্রিকেট বোর্ড চাচ্ছে মার্কিনিদের ক্রিকেটে নিষেধাজ্ঞা দেওয়া হোক। তবে, আইসিসি এখনই এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবে না।
আগামী ১ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার অনুষ্ঠিত হবে বর্ধিত কলেবরে। প্রথমবারের মতো অংশ নেবে ২০টি দল।