ছন্দে ফিরতে লিটনকে যে টোটকা দিলেন সুজন

Looks like you've blocked notifications!
লিটন দাস ও খালেদ মাহমুদ সুজন। ছবি : বিসিবি

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ওপেনার লিটন দাসের। টি-টোয়েন্টি, ওয়ানডের পর এবার টেস্টেও ছন্দ খুঁজে পাচ্ছেন না ডানহাতি এই ওপেনার। যার ফলে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ পড়েছেন। লিটনের এমন অফফর্ম নিয়ে দুশ্চিন্তায় আবাহনীর কোচ ও সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।

গতকাল রোববার (৭ এপ্রিল) লিটন প্রসঙ্গে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘ক্রিকেট অনেকটা মানসিক খেলা। টেকনিক তো বদল হয়নি তার। রান না করলে চাপ বাড়ে। লিটনের মতো খেলোয়াড় যখন বলে বিশ্রাম দরকার, তাকে বিশ্রাম দিতে হয়। আমি বিশ্বাস করি সে ভালোভাবে ফিরে আসবে।’

সুজন আরও বলেন, ‘ লিটন ছোটবেলা থেকে যেমন ছিল, আমার মনে হয় যে একটু সিনিয়র ক্রিকেটার হয়ে গেছে, একটু রিজার্ভ হয়ে গেছে, ওগুলো থেকে বের হতে হবে আসলে। ওর আচরণগত সমস্যা এটা বলতে চাই না, আমি বলতে চাই সবার সঙ্গে একটু মেশা, আরও একটু সময় দেয়া ক্রিকেটকে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানি সবার ব্যক্তিগত জীবন আছে, লিটনেরও আছে। এখন সে বিয়ে করেছে, কিন্তু ক্রিকেট তার রুটি-রুজি, পেশা। সুতরাং এখানে আরেকটু সময় দেওয়া দরকার। কিছু সময় খারাপ আসে, ওই খারাপ সময়টায় একাকী থাকার পাশাপাশি শেয়ার করাটাও দরকার আছে।'