রোমাঞ্চকর ম্যাচে পিএসজিকে হারাল বার্সেলোনা

Looks like you've blocked notifications!
ছবি : বার্সেলোনা

এই ম্যাচের আগেও চ্যাম্পিয়নস লিগে কোনো গোল ছিল না রাফিনিয়ার। সেই রাফিনিয়াই এবার হয়ে উঠলেন ম্যাচ জয়ের নায়ক। ইউরোপসেরা প্রতিযোগিতায় গোলখরা মেটানোর দিনে জালের দেখা পেলেন দুবার। সঙ্গে জালের দেখা পেয়েছেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। দুই সতীর্থের দিনে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে এগিয়ে রইল বার্সেলোনা।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বুধবার রাতে পিএসজিকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। পিএসজির হয়ে গোল দুটি করেছেন উসমান দেম্বেলে ও ভিতিনিয়া।

পিএসজির ঘরের মাঠে ম্যাচের শুরুতে দাপট ছিল স্বাগতিকদেরই। প্রথম মিনেট বিশেক খুঁজেই পাওয়া যায়নি বার্সাকে। কিন্তু সেই বার্সাই নিজেদের গুছিয়ে নিয়ে গোল পেয়ে যায় ৩৭তম মিনিটে।  প্রতিপক্ষের ডি-বক্স থেকে রাফিনিয়ার নিখুঁত শট দূরের পোস্ট ঘেঁষে জালে জড়ালে উৎসবে মেতে ওঠে বার্সা।

যদিও সেই উৎসব মাটি হয়ে যায় একটু পরই। বিরতি থেকে ফিরেই পিএসজিকে সমতায় ফেরান দেম্বেলে। দুই মিনিটের মাথায় আরেকটি গোল পিএসজির। সেটি আসে ভিতিনিয়ার পা থেকে। দুই গোল আদায় করে এগিয়ে যায় পিএসজি। তাতে হারের শঙ্কাতেই পড়ে যায় বার্সা।

তবে সেখান থেকে দলকে উদ্ধার করেন রাফিনিয়া। ৬২ মিনিটেই দলকে সমতায় ফেরান তিনি। এরপর ৭৭তম মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে ম্যাচের জয়সূচক গোলটি করেন আন্দ্রেয়াস। ফলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে পারে বার্সা। আগামী মঙ্গলবার ফিরতি লেগে নিজেদের মাঠে প্যারিসের ক্লাবটিকে মোকাবিলা করবে স্প্যানিশ ক্লাবটি।