বুন্দেসলিগার শিরোপা জিতে লেভারকুসেনের ইতিহাস

Looks like you've blocked notifications!
লেভারকুসেনের শিরোপা উৎসব। ছবি : এএফপি

বায়ার্নের টানা ১১ বছরের শ্রেষ্ঠত্ব ধুলোয় মিশিয়ে দিল লেভারকুসেন। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার বুন্দেসলিগা জয়ের আনন্দ তাই হলো বাঁধনহারা। শুধু শিরোপা খরা যে কাটিয়েছে তা নয়, মৌসুমের শুরু থেকে সবচেয়ে লম্বা সময় অজেয় থাকার রেকর্ডও ভেঙে দিয়েছে ক্লাবটি।

গতকাল রোববার (১৪ এপ্রিল) রাতে ওয়ার্ডার ব্রিম্যানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লেভারকুসেন। এতে পাঁচ ম্যাচ বাকি থাকতেই বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করেছে তারা। এই ম্যাচে লেভারকুসেনের হয়ে হ্যাটট্রিক করেছেন ফ্লোরিয়ান ওইর্টজ। ৬৮, ৮৩ ও ৯০ মিনিটে গোল করেন তিনি। আর বাকি গোল দুটি করেন ভিক্টর বনিফেস ও গ্রানিট জাকা।

এই ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হবে, এটি আগেই জানা ছিল সবার। যে কারণে, লেভারকুসেনের দর্শকরা উৎসবের পরিকল্পনা নিয়েই মাঠে এসেছিলেন। ম্যাচের ৮৩ মিনিটে যখন চতুর্থ গোল পায় লেভারকুসেন, তখনি হুড়মুড় করে মাঠে নেমে যান দর্শকরা।

কারণ, বাকি সবগুলো ম্যাচ জিতলেও তাদের সবচেয়ে কাছের প্রতিযোগী বায়ার্নের পক্ষে লেভারকুসেনের সমান পয়েন্ট পাওয়া সম্ভব নয়। লেভারকুসেনের চেয়ে এখন ১৬ পয়েন্ট পিছিয়ে আছে বায়ার্ন। ২৯ ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট ৭৯। সমান ম্যাচে টেবিলের দ্বিতীয়স্থানে থাকা বায়ার্নের পয়েন্ট ৬৩।

চ্যাম্পিয়ন হওয়ার পথে বুন্দেসলিগার কোনো মৌসুমে টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়েছে লেভারকুসেন। কোচ পেপ গার্দিওলার অধীনে ২০১৫-১৬ মৌসুমে টানা ২৮ ম্যাচ না হারার আগের কীর্তিটি গড়েছিল বায়ার্ন। আরও একটি রেকর্ডে ভাগ বসিয়েছে লেভারকুসেন। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪৩ ম্যাচ অপরাজিত তারা।